মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিগত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহভাবে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের ক্যালফোর্নিয়া। সা¤প্রতিক সময়ে এমন ভয়াবহ ভূমিকম্প দেখেনি অঙ্গরাজ্যটি। বৃহস্পতিবার আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৪। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। মার্কিন ভূতাত্তি¡ক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, এ অঞ্চলে গেলো কয়েক বছরের ভেতর এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্প চলাকালীন কমপক্ষে চারটি বড় ধরনের মৃদু কম্পন (৪.৭, ৩.৫, ৩.৮ ও ৪.২ মাত্রা) রেকর্ড করা হয়। সংস্থাটি জানায়, এর উৎপত্তিস্থল ছিলো লস এঞ্জেলেস থেকে ১৫০ মাইল দূরে রিজেক্রেস্টে। ভূমিকম্পের কারণে অগ্নিকাÐের ঘটনাও ঘটেছে। পাশাপাশি কিছু কিছু ভবন ও রাস্তায় ফাটল ধরেছে। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে ভূমিকম্প অনুভূত হলেও রানওয়ের কোনো অসুবিধা না হওয়ায় স্বাভাবিক রয়েছে বিমান চলাচল। দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। ভূমিকম্পে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। ক্যালিফোর্নিয়ার গভর্নরের দফতরের মুখপাত্র ব্র্যাড অ্যালেক্সান্ডার বলেন, বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।