Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পাত্র-পাত্রীর ব্যবধান মাত্র ৩ বছর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম


যুক্তরাষ্ট্রের নাগরিক জন কুক এবং ফিলিস কুক বিয়ে করেছেন। মানবজাতির জন্য বিয়ে স্বাভাবিক একটি ঘটনা। তারপরও তারা নজরে এসেছেন নিজেদের বয়সের কারণে। স¤প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া জনের বয়স ১০০ বছর এবং ফিলিস কুকের কিছুদিন পরই ১০৩ বছর পূর্ণ হবে। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, কিছুদিন আগেই ১০০ বছর পূর্ণ করেছেন জন। আর আগস্টের ৮ তারিখ ১০৩ বছর পূর্ণ হবে ফিলিস কুকের। প্রবীণ এই দুজন স¤প্রতি বিয়ে করেছেন এবং বর্তমানে একসঙ্গে বসবাস করছেন। গত সপ্তাহে বিয়ের সনদ আনতে কোর্টহাউজে যান জন ও ফিলিস। গিয়ে জানতে পারেন ওখানেই বিয়ে করার সুযোগ আছে তাদের। এ সম্পর্কে ফিলিস বলেন, আমাদের এমন পরিকল্পনা ছিল না। কিন্তু সেখানে যাওয়ার পর ওরা বললো- আপনাদের বিয়ে এখানে করিয়ে দিতে পারি। জবাবে আমি বলি, ভালো, তাহলে হয়ে যাক। বিয়ে করার আগে এই দুজন এক বছর ধরে ডেটিং করছিলেন। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাত্র-পাত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ