Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একসঙ্গে কাজ করার প্রত্যয়

ঢাবিতে তামাক কর নিয়ে প্রশিক্ষণের সমাপ্তি

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম

কর বৃদ্ধি তামাক নিয়ন্ত্রণের একটি কার্যকর উপায়। কর বৃদ্ধির মাধ্যমে তামাকজাত দ্রব্যের দাম বাড়লে একদিকে যেমন এর ব্যবহার কমে অন্য দিয়ে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পায়। এটি একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষা এবং সরকারের আয় বৃদ্ধির ওপর ইতিবাচক অবদান রাখে।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে অর্থনৈতিক গবেষনা ব্যুরোর কনফারেন্স হলে ‘তামাক কর’ বিষয়ক ৩ দিনব্যাপি একটি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। প্রশিক্ষণে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কর্মকর্তা, সাংবাদিক ও তামাক নিয়ন্ত্রণ কর্মীরা অংশ নেন। জনস্বাস্থ্য উন্নয়নে তামাক ও তামাকজাত দ্রব্যের ওপর কর বৃদ্ধিতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন তারা। অর্থনৈতিক গবেষনা ব্যুরোর চেয়ারম্যান প্রফেসর এমএম আকাশের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যুরোর পরিচালক প্রফেসর ড. নাজমা বেগম ও আন্তর্জাতিক সংস্থা দ্য ইউনিয়নের কারিগরি পরামর্শক সৈয়দ মাহবুবুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. রুমানা হক। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য ইউনিয়নের আর্থিক সহযোগিতায় গত মঙ্গলবার এই কোর্স শুরু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ