পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কূটনৈতিক সংবাদদাতা : বাংলাদেশে চলমান হত্যাকা- ও জঙ্গি-সন্ত্রাসবাদ দমনে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। এরপরে অবশ্য বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেন নিশা।
বৈঠক অনুষ্ঠিত হয়েছে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের সঙ্গে। এতে উঠে এসেছে দেশে নিরাপত্তা নিশ্চিতকরণ ইস্যুসহ সন্ত্রাসবাদ ও উগ্রপন্থি দমনে ঢাকা-ওয়াশিংটনের সহযোগিতা বিষয়টি। নিশা জোর দিয়েছেন, সমসাময়িক ইস্যু হিসেবে রাজনৈতিক স্থিতিশীলতা, মুক্তমতের চর্চায় বাধা, মার্কিন দূতাবাস কর্মকর্তা-রাবি শিক্ষক ও ব্লগার খুনসহ সার্বিক পরিস্থিতিতে। এ জন্য সন্ত্রাসবাদ দমনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
নিশা জানিয়েছেন, বাংলাদেশজুড়ে চলমান হত্যাকা- ও জঙ্গি-সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র একযোগে কাজ করার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তাদের মধ্যকার বৈঠকে দেশে নিরাপত্তা নিশ্চিতকরণ ইস্যুসহ সন্ত্রাসবাদ ও উগ্রপন্থি দমনে ঢাকা-ওয়াশিংটনের সহযোগিতা বিষয়গুলো উঠে এসেছে। এছাড়া জুলহাস মান্নান হত্যা তদন্তে সকল প্রকার সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন নিশা। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন।
নিশা দেশাই বিসওয়াল গতকাল সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন। পরে পররাষ্ট্র সচিব শহিদুল হকের নেতৃত্বে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে তার বৈঠক হয়। এরপরই এক টুইটে নিশা বৈঠকের বিষয় প্রকাশ করেন।
এর আগে সকাল সাড়ে নয়টায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুরু হওয়া বৈঠক শেষে শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট, ইউএসএআইডি’র কেন্দ্রীয় প্রশাসক, বাংলাদেশ প্রতিনিধিসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকালে মার্কিন মিশনের কর্মকর্তাদের সঙ্গে টাউনহল বৈঠক করেন নিশা।
এদিকে, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। সকাল দশটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তার বৈঠক সূচি রয়েছে। বৈঠক হতে পারে বিএনপি চেয়ারপারসনের সঙ্গেও। গত মঙ্গলবার রাতে দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সফরকালে নিশা দেশাই সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত দু’পক্ষের যেসব উদ্বেগ রয়েছে সেগুলো নিয়ে তারা আলোচনা করবেন। এছাড়া স্থানীয় মানবাধিকার সংস্থা ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা করবেন তিনি।
উল্লেখ্য, তিনদিনের সফরে গতকাল সকাল ৮টায় চতুর্থবারের মতো ঢাকা সফরে এলেন নিশা। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে আসেন তিনি। বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের সঙ্গে। এরপর ২০১৪ ও ২০১৫ সালে আরো দু’দফা ঢাকায় আসেন তিনি। তবে তার এবারের সফরের প্রেক্ষিত একেবারেই ভিন্ন। ঢাকাস্থ মার্কিন মিশন কর্মকর্তা জুলহাস মান্নানকে কুপিয়ে হত্যার ঘটনায় দেশটির অব্যাহত উদ্বেগের মধ্যে ঢাকা সফরে এসেছেন নিশাই। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির টেলিফোন আলাপেই নিশাকে ঢাকায় পাঠানোর কথা জানিয়েছিলেন। তবে তার এবারের সফরে শুধু রাজনৈতিক-সামাজিক পরিস্থিতিই নয়; ২০১৯ সালের নির্বাচনও উঠে আসতে পারে নিশা দেশাইয়ের পরবর্তী আলোচনায়-এমনটাও ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।