বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনায় পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ওয়ালী উল্লাহ (৩২) একজন মাদক ব্যবসায়ী, ডাকাত দলের সর্দার। সে পাবনা বেড়া পৌর এলাকার সানিলা এলাকার আকবর আলী মাস্টারের পুত্র।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ জানান, গত বুধবার অভিযান চালিয়ে ওয়ালী উল্লাহকে গ্রেফতার করা হয়। ওইদিন রাত ৩টার দিকে তার দেওয়া তথ্য অনুসারে পুলিশ তাকে নিয়ে বেড়া জোরদা এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে, পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের গুলির কাছে মাদক ব্যবসায়ীরা টিকতে না পেরে পিছু হটে। এ সময় পালানোর চেষ্টাকালে ওয়ালী উল্লাহ গুলিবিদ্ধ হয়।
গোলাগুলির সময় পুলিশের উপ-পরিদর্শক শামসুল ইসলাম ও ৩ জন কনস্টেবল আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ওয়ালি উল্লাহকে উদ্ধার করে চিকিৎসার জন্য বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভোর ৫টার দিকে সে মারা যায়। গোলাগুলির স্থান থেকে একটি পিস্তল, একটি শার্টার গান, দুইটি ম্যাগাজিন, ৬টি গুলি এবং ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, সিরাজগঞ্জ সদর থানায় ৮টি ডাকাতি ও মাদকের মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।