Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে হাজারো ভক্তের ঢল

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ৬:১৯ পিএম

বৃহস্পতিবার নওগাঁ শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী বুড়াকালি মাতার পুঁজামন্ডপ প্রাঙ্গণে প্রতিবছরের মত এবারেও ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। কালিতলা বুড়াকালি মাতার পূজা মণ্ডপ প্রাঙ্গনে সকাল ১০টায় রথের প্রথম টান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বুড়া কালি মাতা পূজা মণ্ডপ কমিটির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন, সাধারন সম্পাদক অখিল চন্দ্র ঘোষ, পৌরসভার স্থানীয় কাউন্সিলর মোঃ মজনু হোসেন প্রমূখ। প্রায় ২ হাজারেরও বেশী নারী-পুরুষ ভক্ত এই রথ টানে অংশ নেয়। ২য় টান অনুষ্ঠিত হয় বিকেল ৪টায়। মন্ডপ কমিটির সভাপতি শ্রী নিরোদ বরন সাহা চন্দন জানান, আগামী শুক্রবার রথের উল্টো টান অনুষ্ঠিত হবে। ওইদিন শ্রীশ্রী জগন্নাথ দেবের রথের উল্টো টান সকাল ১০টায় ও বিকেল ৪টায় ২য় টান অনুষ্ঠিত হবে। এদিকে জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে মন্ডপ এলাকা জুড়ে বসেছে রথের মেলা। মেলায় দোকানীরা নানা পসরা সাজিয়ে বসেছেন। এলাকা জুড়ে এখন চলছে রথ উৎসব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ