Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে স্থায়ী নিয়োগ,বেতন বৈষম্য দূরীকরণের দাবীতে পল্লী সঞ্চয় ব্যাংকের মানববন্ধন

ফুলপুর(ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ৫:১৬ পিএম

ময়মনসিংহের ফুলপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্পে ৩০জুন ২০১৬ পর্যন্ত কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ী নিয়োগ,বেতন বৈষম্য দূরীকরণ ও সকল পদে পদোন্নতি প্রদানের দাবীতে মানববন্ধন করেছে পল্লী সঞ্চয় ব্যাংকের ফুলপুর শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বৃহস্পতিবার ফুলপুর পুরাতন কোর্ট ভবন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা “মাদার অব হিউম্যানিটি” খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানিয়ে, অবিলম্বে বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের ৩০জুন ২০১৬ পর্যন্ত কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আইন অনুযায়ী সর্বপ্রথম পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী নিয়োগ,বেতন বৈষম্য দূরীকরণ ও সকল পদে পদোন্নতি প্রদানের ব্যবস্থা কার্যকর করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শাখা ব্যবস্থাপক আবুল বাশার,মাঠ সহকারী মাহবুবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ