Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইঞ্জিন বিকল, ২ ঘণ্টা বসেছিল সোনার বাংলা

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

চট্টগ্রাম থেকে ঢাকার পথে ছেড়ে যাওয়া সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে ত্রুটির কারণে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে প্রায় দুই ঘণ্টা বসে থাকতে হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায় বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস। ৫টা ২০ মিনিটের দিকে ভাটিয়ারির কাছে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

চট্টগ্রাম পূর্ব রেলের ডিআরএম (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) মো. বোরহান উদ্দিন সাংবাদিকদের বলেন, ইঞ্জিন বিকল হয়ে ট্রেন ওই স্থানে দাঁড়িয়ে ছিল। পরবর্তীতে চট্টগ্রাম থেকে বিকল্প ইঞ্জিন পাঠিয়ে ট্রেনটি চালু হয়। সন্ধ্যা ৭টা ১২মিনিটে সোনার বাংলা এক্সপ্রেস পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। বিরতিহীন আন্তঃনগর ট্রেনটি রাত সাড়ে ১০টার মধ্যে ঢাকায় পৌঁছার কথা। তবে পথেই দুই ঘণ্টা দেরি হয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ