পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
বাল্ক্কহেড হলো বালু ও পাথর বহনকারী জাহাজ। দেশের মধ্যে সবচেয়ে বেশি বহন করা মালামালগুলোর একটি। চার হাজারের মতো কিলোমিটার নৌপথে বাল্ক্কহেড চলাচল করে। প্রায়ই বাল্ক্কহেডের সঙ্গে নৌযানের সংঘর্ষ হয়। অনেকে আহত হন। এমনকি তলা ফেটে যাত্রীবাহী নৌযান ডুবেও যেতে পারে। ইতিপূর্বে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। দিনের বেলায় বাল্ক্কহেড দেখা গেলেও সন্ধ্যার পর দেখা যায় না। কারণ বালুবোঝাই প্রায় ডুবন্ত অবস্থায় এরা থাকে। ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। সিগন্যাল বাতিও এদের দৃশ্যমান থাকে না। রাতেই সবচেয়ে বেশি যাত্রীবাহী নৌযান চলাচল করে। ফলে ঝুঁকি অনেক বেশি। স্থানীয় পুলিশকে ম্যানেজ করে বাল্ক্কহেড রাতেও চলাচল করে। এমন অভিযোগ বেশ পুরনো। তবুও রাতে বাল্ক্কহেড চলাচল বন্ধ হয়নি। সামনে ঝড়-বাদলের মৌসুম। এমনিতেই যাত্রীবাহী নৌযান চালাতে বেগ পেতে হবে। তার ওপর বাল্ক্কহেড দুর্ঘটনার সংখ্যা বাড়িয়ে দিতে পারে। জরুরি ভিত্তিতে সংশ্নিষ্ট কর্তৃপক্ষকে বাল্ক্কহেড রাতে চলাচল বন্ধ করতে তৎপর হতে হবে। নতুবা দুর্ঘটনা ঘটার পরে তৎপর হলে লাভ হবে না।
মুহাম্মদ শফিকুর রহমান, মিরপুর, ঢাকা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।