Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিফাত হত্যা: দ্বিতীয় আসামি ফরাজী আটক

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৯, ১০:৩৩ এএম | আপডেট : ১২:২৮ পিএম, ৩ জুলাই, ২০১৯

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহতের পর এবার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ। বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও তাকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তা তদন্তের স্বার্থে জানাতে রাজি হয়নি পুলিশ।

রিফাত ফরাজীকে গ্রেফতার ও এ মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার নিয়ে তথ্য জানাতে সংবাদ সম্মেলন করে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টায় বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।



সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনার পুলিশ মো. মারুফ হোসেন, বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেনসহ প্রমুখ।

সংবাদ সম্মেলনে ডিআইজি বলেন, ‘মঙ্গলবার রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রিফাত ফরাজীকে গ্রেফতার করা হয়।’

এ নিয়ে রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ৫ জন এবং সন্দেহভাজন হিসেবে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া এ মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

এ মামলার এজাহারভুক্ত গ্রেফতাররা হলেন, মামলার ২ নম্বর আসামি রিফাত ফরাজি (২৩), ৪ নম্বর আসামি চন্দন (২১), ৯ নম্বর আসামি মো. হাসান (১৯), ১১ নম্বর আসামি মো. অলিউল্লাহ অলি (২২) ও ১২ নম্বর আসামি টিকটক হৃদয় (২১)।

এছাড়া রিফাত শরীফ হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্ততে গ্রেফতাররা হলেন, মো. নাজমুল হাসান (১৯), তানভীর (২২), মো. সাগর (১৯), কামরুল হাসান সাইমুন (২১) ও রাফিউল ইসলাম রাব্বি।

গ্রেফতারদের মধ্যে চন্দন ও হাসান সাত দিনের এবং সাগর, সাইমুন ও নাজমুল পাঁচদিনের রিমান্ডে রয়েছেন। আর রিফাত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার ১১ নম্বর আসামি অলি ও ফুজেট দেখে সন্দেহভাজন হিসেবে আটক হওয়া অভিযুক্ত তানভীর।



 

Show all comments
  • সাব্বির আহমেদ বাবু ৩ জুলাই, ২০১৯, ১১:৪৪ এএম says : 0
    শুনে ভালো লাগলো
    Total Reply(0) Reply
  • ৩ জুলাই, ২০১৯, ১১:৪৬ এএম says : 0
    বোঝা শেষ একে ক্রস ফায়ারে দেবে না, আইনের লোক টাকা খেয়ে গ্রেফতারের কথা ফাস করেছে, আর ক্রসে দেওয়ার হলে ফাস করত না,তারপরও এখনো ক্রসে দেওয়া যায়, ে নিয়ে জনগন কে রুখতে হবে,, প্রশাসন চাপে পড়ে গেলে, ওকে নিয়ে, প্রশাসনের লোক ঘুসখোর
    Total Reply(0) Reply
  • রুবেল ৩ জুলাই, ২০১৯, ১২:২৫ পিএম says : 0
    রিফাত ফরাজীকে নিয়েও অস্ত্র উদ্ধার এ যাওয়া উচিৎ।
    Total Reply(0) Reply
  • রুবেল ৩ জুলাই, ২০১৯, ১২:৪৬ পিএম says : 0
    যেই, প্রভাবশালীরা এই সন্ত্রাসী দের আশ্রয়-প্রশ্রয়ে দিয়েছে তাঁদের বিচার করবে কে ❓যাদের আশ্রয়-প্রশ্রয়এ ওঁরা আজ মানুষ হত্যাকারী তাঁদের বিচার কবে হবে ❓
    Total Reply(0) Reply
  • মো:ইয়ামিন ৩ জুলাই, ২০১৯, ২:০৩ পিএম says : 0
    এই হত্যার বিচার অনেক কঠিন হতে হবে,যার কারনে অপরাধীরা বুঝবেন যে দেশে অাইন অাদালত বিচার ব্যবস্থা অাছে,এটাই অামার প্রত্যাসা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ