পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, এর ফলে সাধারণ মানুষের দিনগুজরান আরো কঠিনতর হয়ে পড়বে। অথচ গ্যাসের দাম বাড়ানোর জন্য গ্রহণযোগ্য কোন যৌক্তিক কারণ ছিল না।
আজ (২ জুলাই) মঙ্গলবার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে আল্লামা নূর হোসাইন কাসেমী আরো বলেন, বিভিন্ন খাতে সরকারী অর্থের অপচয়, অপব্যবহার এবং দুর্নীতির খবর প্রায়ই মিডিয়ায় আসে। কিন্তু সরকারী সম্পদের সুষম বণ্টন এবং ব্যবহার নিশ্চিত না করে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অন্যায্য, অমানবিক ও গণবিরোধী পদক্ষেপ ছাড়া কিছু নয়। তিনি সরকারের প্রতি অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
আল্লামা কাসেমী বলেন, গ্যাসের দাম বৃদ্ধির এই ঘোষণা সকল শ্রেণি-পেশার মানুষের জীবনযাত্রার মানকে আরো বিপর্যস্ত করে তুলবে। গত ১০ বছরে গ্যাসের দাম ৬ বার বাড়ানো হয়েছে। সরকারের ভুল নীতির ফলে জ্বালানি খাতে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি তারই বহি:প্রকাশ।
তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারতে এলএনজি আমদানিতে প্রতি ঘনমিটারে ৬ ডলার খরচ পড়লেও বাংলাদেশে তা ১০ ডলার খরচ পড়ছে- এমন অভিযোগ ইতিপূর্বে হাইকোর্ট থেকেও করা হয়েছে। তাছাড়া গতকালকেই কয়েকটি গণমাধ্যমে দেখলাম, প্রতিবেশী ভারতে আবাসিক পর্যায়ে গ্যাসের দাম আরো কমানো হয়েছে। কিন্তু আমাদের দেশে কেন এমনটা হচ্ছে? এই বাড়তি টাকা কোথায় যাচ্ছে? এই অর্থ যাচ্ছে সরকারী রাঘব বোয়াল ও ব্যবসায়ীদের পকেটে। গ্যাসের মূল্য বৃদ্ধি ঘটিয়ে জনগণের পকেট কেটে ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের জন্য শোষণের পথ তৈরি কাজই করা হচ্ছে। আল্লামা কাসেমী জনস্বার্থে গ্যাসের অন্যায় ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি আদায়ে সোচ্চার প্রতিবাদ করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহŸান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।