Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ৯ মাসের শিশু সন্তানকে গলা কেটে হত্যা করলো মা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ৩:৫৯ পিএম

খুলনায় ৯ মাসের ছেলে শিশু মেহেবকে গলা কেটে হত্যা করেছেন মা শ্রাবণী আক্তার। এ ঘটনায় শ্রাবণী আক্তারকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর রায়ের মহলের দক্ষিণপাড়া বাঙ্গাল বাড়ি রোডে এ ঘটনা ঘটে। নিহত শিশু এই এলাকার জামাল হোসেনের ছেলে।
লবণচরা থানার ওসি সরদার মোশারফ হোসেন বলেন, বঁটি দিয়ে গলা কেটে মা শ্রাবণী তার নয় মাসের শিশু সন্তানকে (ছেলে) হত্যা করেছে এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।পুলিশ শ্রাবণী আক্তারকে আটক করে নিয়ে যাচ্ছে।
এদিকে স্থানীয়রা দাবি করছেন শ্রাবণী একজন মানসিক ভারসাম্যহীন রোগী। তবে নিহত শিশুর চাচা সুমন শেখ বলেন, আমার ভাবির মাথায় সমস্যা রয়েছে। এ কারণে তাকে অনেক বার চিকিৎসককে কাছে নেয়া হয়েছে। কিন্তু চিকিৎসকরা তার কোনো সমস্যা পাননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গলা কেটে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ