প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রেসলিং তারকা জন সেনা ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের নবম পর্বের শুটিংয়ে অংশ নিচ্ছেন। একই সঙ্গে গুজব রটেছে তিনি চিরতরে ডবিøউডবিøউই (ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট) ছেড়ে দিয়েছেন। সিনা এর জবাবে বলেছেন ডবিøউডবিøউই ক্যারিয়ারের যবনিকা তার জন্য এখনও অনেক দূরে। এই রেসলিং কিংবদন্তি কয়েক সপ্তাহ আগে প্রকাশ করেছেন তিনি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সর্বশেষ পর্বের জন্য ভিন ডিজেলের সঙ্গে শুটিংয়ে অংশ নিচ্ছেন। স¤প্রতি তিনি জানিয়েছেন ডবিøউডবিøউইর জন্য তার এখনও অনেক কিছু দেয়ার রয়ে গেছে। কিন্তু ডবিøউডবিøউইতে থাকার জন্য তাকে দ্রæত ফিল্মের কাজ শেষ করতে হবে। ৪২ বছর বয়সী রেসলিং তারকাটিকে সর্বশেষ রেসলম্যানিয়াতে তার ড. অফ থাগোমিক্সের সাজে এলিয়াসকে ঘায়েল করতে দেখা গেছে। তার ক্যারিয়ার শেষের পথে এমন গুজব তিনি বাতিল করেছেন টুইট করে। ১৬ বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টুইট করেছেন : “১৭ বছর আগে ডবিøউডবিøউইতে আমার যাত্রা শুরু হয়েছিল। আমি এ থেকে সাহসী হয়েছি। শুরু হল ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস অধ্যায়। ভয়, অজানা, বেড়ে ওঠা আর সম্ভবত চুল ছাটা অপেক্ষা করছে।” “মানিয়ে নেয়া, জয় করা। আর কখনও হাল ছাড়ব না।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।