প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রেসলিং তারকা এবং অভিনেতা জন সিনা আর অভিনেত্রী নিকি বেলার ছাড়াছাড়ির খবরটি এখনই স্মৃতি থেকে মুছে যায়নি, আর এর মধ্যে তাদের মাঝে সন্ধির আভাস পাওয়া যাচ্ছে। গত মাসে সম্পর্কচ্ছেদের পর আবার এই দুজনকে একসঙ্গে দেখা গেছে সমপ্রতি।
একটি ওয়েবসাইট জানিয়েছে একটি কফির দোকানে ঢোকার সময় তাদের ছবি তোলা হয়, এ সময় তাদের খুব সাবলীল আর স্বাভাবিক লাগছিল।
কথা ছিল মে মাসের পাঁচ তারিখে তাদের বিয়ে হবে।
ছাড়াছাড়ির পর থেকেই সিনা বেলার সঙ্গে আপস করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
টুডে দৈনিককে দেয়া এক সাক্ষাতকারে সিনা বলেন, “আমি এখনও নিকোলকে (নিকি) ভালবাসি। আমি এখনও তাকে বিয়ে করতে চাই। তার সঙ্গে পরিবার গড়তে আমি এখনও আগ্রহী!”
এর সাড়া দিতে গিয়ে বেলা বলেন, “ওয়াও! আমি বাকহীন। অবিশ্বাস্য লাগছে।”
এর আগে একটি সাময়িকী তাদের ছাড়াছাড়ির বিষয়ে লিখেছিল : “নিকি দ্রুত বিয়ে করতে চাইছিলেন কিন্তু সিনা বিয়ে বা সন্তানাদির ব্যাপারে ছিলেন অনাগ্রহী। নিকি তার বোন ব্রির মত মা হতে চাইছিলেন। অন্য দিকে জনের আচরণ এমন যেন তিনি বিয়ের প্রস্তাব দিয়ে বেলাকে ধন্য করেছেন।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।