মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাসপয়লায় মধ্যবিত্তদের জন্য সুখবর। বেশ কয়েকমাস পর আবারও কমল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি ১০০ টাকা ৫০ পয়সা দাম কমেছে রান্নার গ্যাসের। জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির দাম আর ডলারের দাম কমায় গ্যাসের দামে বড়সড় মূল্যহ্রাস ঘটেছে। তার জেরেই কমেছে গ্যাসের দাম। গতকাল সোমবার থেকেই কার্যকর হয়েছে নতুন দাম।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি কমে দাঁড়াল ৬৩৭ টাকা। আগে ভরতুকিহীন গ্যাস কেনার জন্য গৃহস্থদের ৭৩৭.৫০ টাকা খরচ করতে হত। ভরতুকিযুক্ত রান্নার গ্যাসের দাম কমেছে প্রায় ১৪২.৬৫ টাকা। বর্তমানে ভর্তুকিযুক্ত গ্যাস কেনার জন্য আমজনতাকে ৪৯৪.৩৫ টাকা খরচ করতে হবে। ১ জুলাই মধ্যরাত থেকেই নতুন এই দাম কার্যকর। বাজেট ঘোষণার আগেই গ্যাসের দাম কমায় কিছুটা হলেও স্বস্তিতে মধ্যবিত্ত গৃহস্থরা।
এর আগে ১ জুন থেকেই ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়ে গিয়েছিল। কলকাতায় ভরতুকিবিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিল ৭৬৩ টাকা ৫০ পয়সা। যাঁরা ভরতুকি পান, তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ২৬২ টাকা ৯৮ পয়সা পেয়েছিলেন। তবে নন-ডোমেস্টিক সিলিন্ডারের (১৯ কিলো) দাম ছিল একইরকম। সিলিন্ডার প্রতি ২৫ শতাংশ হারে দাম বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে। এর ঠিক এক মাসের মধ্যেই এক ধাক্কায় অনেকটাই কমল ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম। মাসের শুরুতেই এই সুখবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। সূত্র : সংবাদ প্রতিদিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।