বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর একটি গুদামে অভিযান চালিয়ে তিন মেট্রিক টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদফতর। গতকাল রোববার পরিবেশ অধিদফতরের মহানগরের একটি টিম নগরীর কোতোয়ালি থানার রেয়াজুদ্দিন বাজারে গুদামটিতে অভিযান চালায়। পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক (মহানগর) সংযুক্তা দাশগুপ্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মো. ফারুক নামে একজনের মালিকানাধীন গুদামটিতে অভিযান চালানো হয়।
গুদামে উৎপাদন নিষিদ্ধ তিন মেট্রিক টন পলিথিন শপিং ব্যাগ পাওয়া যায়। সেগুলো জব্দ করে পরিবেশ অধিদফতরে নেওয়া হয়েছে। অভিযুক্ত গুদাম মালিককে সোমবার পরিবেশ অধিদফতরে এ সংক্রান্ত শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানান সংযুক্তা। শুনানি শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।