প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এ পর্যন্ত শাকিব যে দুটি সিনেমা প্রযোজনা করেছেন, দুইটি সিনেমাই ভিনদেশি সিনেমার নকলে অভিযুক্ত হয়েছিল। এ নিয়ে নানা বিতর্ক হয়েছে। সেন্সরবোর্ডে পর্যন্ত অভিযোগ দেয়া হয়েছে। তবে এতে একটা উপকার হয়েছে, শাকিব তার পরবর্তী সিনেমা নকল করে নয়, কপিরাইট এনে নির্মাণ করছেন। সিনেমাটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। সিনেমাটির নাম ফাইটার। এটি নির্মিত হবে তামিল সিনেমা সিংহাম বা সিংগামের কপিরাইট নিয়ে। এমন কথা জানিয়েছেন খোকন নিজে। খোকন জানান, সিংহামের কপিরাইট কিনে নির্মিত হবে ফাইটার। এটি হবে অফিসিয়াল রিমেক। নকল বলা যাবে না। আমরা আমাদের মতো করে সিনেমাটি নির্মাণ করবো। তার এ ঘোষণা অবশ্যই সাধুবাদযোগ্য। নকল করে সিনেমা বানানোর চেয়ে কপিরাইট এনে সিনেমা বানানোর মধ্যে সততা থাকে। তখন আর কেউ নকলের অভিযোগ করতে পারেন। আমাদের দেশে এর আগে কপিরাইট এনে সিনেমা নির্মিত হয়েছে। সেসব সিনেমা দর্শকপ্রিয়তাও পেয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, শাকিবের প্রযোজনা সংস্থা কেন মৌলিক গল্প নিয়ে সিনেমা নির্মাণ করতে পারে না? নকল বা রিমেক করতে হবে কেন? তার প্রযোজনা সংস্থা থেকে যারা সিনেমা পরিচালনা করবেন তাদের কি মৌলিক গল্প সৃষ্টির মেধা নেই? সঙ্গত কারণে এসব প্রশ্ন শাকিবের দর্শকরা করতে পারেন। উল্লেখ্য, তামিল সিনেমা সিংহাম ২০১০ সলে মুক্তি পায়। এতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছিলেন সুরিয়া শিবকুমার, আনুশকা শেঠি ও প্রকাশ রাজ। পরবর্তীতে সিনেমাটি কলকাতা ও বলিউডে রিমেক হয়। বলিউডে সিংগাম চরিত্রে অভিয়ন করেছিলে অজয় দেবগন। সিনেমাটি বেশ জনপ্রিয়তা পেয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।