Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় পৃথক অভিযানে নারী মাদক বিক্রেতাসহ গ্রেফতার ২

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৯, ৭:৫০ পিএম

নওগাঁর পত্নীতলা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে জেলা গেয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকষ দল ৮৪ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। সেই সঙ্গে নারী মাদক বিক্রেতাসহ ২ জনকে গ্রেফতার করেছে। ডিবি জানায়, শুক্রবার জেলার পতœীতলা উপজেলায় অভিযান চালিয়ে পুরাতন পত‌নীতলা বাজার থেকে মাদক সম্রাট আজাহার আলী (৫৫) কে ৩২ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজাহার আলী বালুঘা তালপুকুর গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে। অপরদিকে শনিবার রাত ২.৩০মিনিটে পৃথক অভিযানে নিজ বসত বাড়ী থেকে তহমিনা বেগম (৩৭) নামে আরেক মাদক সম্রাজ্ঞীকে ৫২ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করা হয়। ধৃত তহমিনা বেগম একই উপজেলার চকমলি ডাংগাপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী। পুলিশ সুপারের দিক নির্দেশনায় ডিবির এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে উভয় অভিযান পরিচালনা করা হয়। এব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ