Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে বিদেশ ফেরত এক যুবক পাঁচদিন যাবৎ নিখোঁজ

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ৯:৩৯ পিএম

টাঙ্গাইলের সখিপুরে আক্কাছ আলী (৩০) নামের বিদেশ ফেরত এক যুবক নিখোঁজ হয়েছে। গত বুধবার সে টাঙ্গাইলের করটিয়া বাইপাস থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে আক্কাছের বাবা জাবেদ আলী বাদী হয়ে গত বৃহস্পতিবার টাঙ্গাইল মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। আক্কাছ গত মঙ্গলবার সৌদিআরব থেকে দেশে ফিরেছেন। নিখোঁজ আক্কাছের বাড়ি সখিপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের কৈয়ামধু গ্রামে। নিখোঁজ আক্কাছের বাবা জবেদ আলী শনিবার বিকালে সাংবাদিকদের বলেন, দেশে আসার সময় সৌদি আরব থেকে আক্কাছের কয়েকজন বন্ধু মোবাইলসহ কিছু মালামাল দিয়ে দেয়। গত মঙ্গলবার বাড়ি ফিরেই বুধবার সকালে বন্ধুদের বাসায় মালামাল পৌঁছে দিতে আক্কাছ টাঙ্গাইল যায়। বেলা ১২টার দিকে এক বন্ধুর কিছু মালামাল করটিয়া বাইপাসে ঐ বন্ধুর স্বজনদের কাছে পৌছে দেয়। এরপর আক্কাছ টাঙ্গাইল শহরে চলে গেলেও আর বাড়ি ফিরেনি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। বুধবার দুপুরের পর আক্কাছ নিখোঁজ হলে সম্ভাব্য সব স্থানে আক্কাছের খোঁজ নেওয়া হলেও তার কোনো সন্ধান না পেয়ে বৃহস্পতিবার টাঙ্গাইল মডেল থানায় জিডি করি। গত পাঁচদিন ধরে আক্কাছ আলী নিখোঁজ রয়েছে।আক্কাছের চাচা দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শহীদুল ইসলাম বলেন, আক্কাছ খুবই সহজ-সরল ছেলে। ধারনা করা হচ্ছে দুস্কৃতিকারীরা তাকে অপহরণ করে থাকতে পারে। সখিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো.আমির হোসেন বলেন, আক্কাছের নিখোঁজ হওয়ার বিষয়টি আমি জেনেছি। ঘটনাস্থল টাঙ্গাইল হওয়ায় টাঙ্গাইল মডেল থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ ‌


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ