Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

জয়পুরহাটে বাড়ির মালিককে অজ্ঞান করে স্বর্ণালংকার ও টাকা লুট

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ৭:০১ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে বাড়ির মালিককে অজ্ঞান করে বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার বড়-শীরতা গ্রামে এ ঘটনা ঘটে।

এঘটনায় বাড়ির মালিক শাহেব আলীসহ পরিবারের ৫ সদস্যকে অজ্ঞান অবস্থায় পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করা হয়েছে । আহতরা হলো শাহেব আলীর স্ত্রী শা‌হেলা বেগম (৫০), ছেলে সাজ্জাদ হোসেন (১৪), শাহাজান হোসেন (১৭) ও তার বোন শাহারা (২০)।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান বলেন,পূর্ব পরিচিত গাইবান্ধা জেলার দু’জন শ্রমিক শাহেব আলীর বাড়িতে বেড়াতে আসে । এদু’জন শ্রমিক রাতে খাবারের সাথে তাদের চেতনা নাশক ঔষধ খাইয়ে নগদ আড়াই লাখ টাকা তিন ভরি ওস্বর্ণালংকার লুট করে নিয়ে য়ায় । পরে সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লুট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ