Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোনো তাড়াহুড়ো নেই : ট্রাম্প

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ না করতে পুতিনকে আহ্বান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নিরসনের ব্যাপারে ‘কোন তাড়াহুড়ো নেই।’ দেশ দু’টির মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ায় তাদের মধ্যে সামরিক সংঘাতের আশংকা বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হয়। এএফপি জানায়, ওসাকায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাদের হাতে অনেক সময় রয়েছে। কাজেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নিরসনের ব্যাপারে কোন তাড়াহুড়া না করে তারা তাদের সময় নিতে পারে। এক্ষেত্রে সময়ের ব্যাপারে একেবারে কোন চাপ নেই। গত ২০ জুন আকাশসীমা লঙ্ঘনের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করে ইরান। এরপর থেকে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধাভাব শুরু হয়। মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা চালানোর নির্দেশ দেন। কিন্তু হামলা চালানোর প্রস্তুতির শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসেন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, হামলা চালাতে ১৫০ লোক মারা যেত তাই তিনি সিদ্ধান্ত থেকে সরে আসেন। তবে সামরিক হামলার সিধান্ত থেকে সরে আসলে ইরানে সাইবার হামলা চালায় বলে মার্কিন প্রশাসন থেকে বলা হয়। এছাড়া ট্রাম্প ইতিমধ্যে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ না করার জন্য অনুরোধ করেছেন। তবে ট্রাম্প তা বলেছেন কৌতুকের ছলে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের পিছু ছাড়ছে না। ক্ষমতা গ্রহণের পর থেকেই এই অভিযোগ শুনতে হচ্ছে তাকে। এই ঘটনায় টানা দুই বছর তদন্ত হয়। জয়ের পেছনে রাশিয়ার ভূমিকা থাকার অভিযোগে হতাশ ট্রাম্প। অভিযোগ উঠলেও রাশিয়ার সঙ্গে তিনি ভালো সম্পর্ক চান। গত জুলাইয়ে হেলসিংকিতে বিতর্কিত বৈঠকের পর এই প্রথম জাপানের ওসাকা শহরে আনুষ্ঠানিক বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রসঙ্গটি উঠে আসে। জি-২০ সম্মেলন চলাকালে পার্শ্ববৈঠকে মিলিত হবেন এই দুই নেতা। সাংবাদিকরা জানতে চান দ্বিপক্ষীয় বৈঠকে প্রসঙ্গটি তুলবেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আমি তুলব।’ এ সময় পাশে দাঁড়ানো পুতিনের মুখে হাসির রেখা ফুটে উঠতে দেখা গেছে। এ কথা বলার ট্রাম্প পুতিনের দিকে তাকিয়ে ও আঙুল তুলে বলেন, নির্বাচনে হস্তক্ষেপ করবেন না দয়া করে। ট্রাম্পের সমালোচকরা রাশিয়ার সঙ্গে অত্যাধিক বন্ধুত্বপূর্ণ হওয়ার অভিযোগ করে আসছেন। তবে পুতিনের দাবি, রুশ-মার্কিন সম্পর্ক প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে। এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ