Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে প্রতিকূল আবহাওয়া রানওয়ে অবতরন করতে পারেনি বিমানের একটি ফ্লাইট

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ১২:৫৫ পিএম
সিলেটে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দিবারাত্র টানা ৭২ ঘন্টার বৃষ্টিতে সিলেটে ও সুমানগঞ্জে বন্যার আশংকা করা হচ্ছে। এরইমেধ্য মৌলভীবাজার, কমলগঞ্জ, বিয়ানীবাজার ও বড়লেখার কিছু কিছু নিচু এলকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সুনামগঞ্জের ছাতকে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ছাতকের ইসলামপুর রাস্তার উপর দিয়ে বৃষ্টির পানি প্রবাহিত হবার কারণে সেখানে পাকা রাস্তায় লোকজন মাছ শিকারে নেমে পড়েছেন। এদিকে আজ শুক্রবার বৃষ্টিতে সিলেটের আকাশে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পড়ে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বাংলাদেশ বিমানের বিজি ৬০৫ ফ্লাইট। বৈরি আবহাওয়ার কারনে অবতরন না করে ঢাকায় ফিরে গেছে বিমানটি শুক্রবার সকালে। ঢাকা থেকে বিমানের ৬০৫ ফ্লাইটটি শুক্রবার ভোর ৪টা ৪০মিনিটে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া জনিত কারণে ফ্লাইটটি একঘন্টা বিলম্বে ৫টা ৪০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। তারপরও সেখানে এসে প্রতিকূল আবহাওয়ায় পড়ে আবার ঢাকায় ফিরে যায় বিমান। বৃষ্টির কারণে সিগ্যানাল  দেখা যাচ্ছিলনা বলে বিমানটি অবরতণ করতে পারেনি।

 

 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ