মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মেক্সিকোতে শরণার্থী বা অভিবাসীদের সবচেয়ে বড় ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র ফেরিয়া মেসোমেরিকানা। একমাসের মধ্যে তৃতীয়বার মঙ্গলবার সেখানে বিদ্রোহ করেছেন অভিবাসীরা। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গার্ড ও পুলিশরা তাদেরকে বিরত রাখে। এ সময় হাইতির এক মা আর্তনাদ করতে থাকেন। দু’সন্তানের মা দু’হাত প্রসারিত করে দিয়ে ধুলোবালির মধ্যে উপুড় হয়ে চিৎকার করছিলেন। তিনি বলছিলেন, আমাকে সাহায্য করুন। আমার ছেলে মারা যাচ্ছে। অনেকদিন ধরে সে অসুস্থ। আমিও অনেক দুর্ভোগে। ওই বন্দিশিবিরের একটি গেটের নিচ দিয়ে তিনি কোনোমতে চোখমুখ বের করে চিৎকার করছিলেন- আমাদেরকে খাবার দেয়া হয় না। পান করার জন্য পানি নেই। আমার ছেলেকে সহ আমাকে বাঁচান। আমার ছেলে অসুস্থ। দুটি ছেলে আছে আমার। একজনের বয়স ৫ বছর। অন্যজনের বয়স ১৪ মাস। দয়া করে আমাকে সাহায্য করুন। ওই অভিবাসন কেন্দ্রে এই মা তার সন্তানদের নিয়ে অবস্থান করছেন ১০ দিন। বিদ্রোহ চলাকালে প্রধান ফটক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু তাকে আটকে দেয় ন্যাশনাল গার্ড, ন্যাশনাল ইন্সটিটিউট অব ইমিগ্রেশন ও ফেডারেল পুলিশ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।