Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইটের পরিমাপ কম দিয়ে প্রতারণা

চিঠিপত্র

মীর মো. কুতুব উদ্দিন | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৯, ১২:০৫ এএম


 দেশের ৯৮ শতাংশ ইটভাটার মালিকরা ইটগুলোর পরিমাপ কম দিয়ে জনগণ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। এই দুর্নীতি দেখার মতো কেউ নেই। এখানে জিরো টলারেন্স নীতিমালা চালু করে এই দুর্নীতিকে শূন্যের কোঠায় আনার জন্য জনগণ দাবি জানাচ্ছে। এটি কঠিন কোনো কাজ নয়। এ বিষয়ে জনগণ হাইকোর্টে রিট করে ক্ষতিপূরণ দাবি করবে। আরও একটি বিষয়, নতুন উদ্ভাবিত ও আবিস্কৃত বস্তুর পেটেন্ট করার ক্ষেত্রে সামারি ইংরেজিতে লিখতে হয়। স্বাধীনতার ৪৭ বছর পরও কেন এটা বাংলাতে লেখার বিধান জারি করা হলো না? 

বাংলা ভাষার জন্য লাখ লাখ লোক স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছে। আজও কেন শিল্প মন্ত্রণালয় উদ্ভাবিত বস্তুর সামারি ইংরেজিতে লিখতে হবে? জনগণ এর জবাব চায়। জার্মানিতে ইংরেজির কোনো ব্যবহার নেই। সুতরাং আমরা কেন ইংরেজির প্রতি এত ভালোবাসা দেখাব? অতএব, জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
নুরুলল্গাপুর, লক্ষ্মীপুর সদর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন