বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুর্ব ঘোষিত শিডিউল অনুযায়ি বগুড়া সদর সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে । সকাল ৯টা থেকে ১৪১টি ভোটকেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ইভিএমে শুরু হওয়া ভোট চলছে শান্তিপুর্ণভাবে । সরেজমীনে শহর ও ইউনিয়ন পর্যায়ের ৩০টি কেন্দ্র ঘুরে কোথাও কোনো সংঘাত সহিংসতার আলামত দেখা যায়নি ।
সরেজমীনে দেখা সবকটি কেন্দ্রের বাইরে দেখা গেছে , নৌকা , ধানের শীষ ও লাঙ্গল প্রতেিকর সমর্থকরা পাশাপাশি টেবিল চেয়ারে বসে ভোটারদের নম্বর স্লিপ দিচ্ছেন , নিজেদের মধ্যে হাসি ঠাট্টাও করছেন ।
তবে ভোটার উপস্থিতির হার খুবই কম। জিলা স্কুল কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আলহাজ¦ তোফাজ্জল হোসেন বললেন , ইভিএমে ভোট দিতে কোনো অসুবিধা হয়নি। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল হোসেন জানালেন তার কেন্দ্রে ১৯৭৭ জন ভোটারের ,মধ্যে বেলা সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৯৭ টি । ১১টায় শহরতলীর ধরমপুরের সরকারি প্রাথমিক কেন্দ্রের প্রিজাইডিং আফিসার সাজ্জাদ হোসেন জানালেন , তার কেন্দ্রের ৩৪শ’ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৬ জন ।
অনেক ভোটারই খবর নিচ্ছেন ভোটের পরিবেশ শান্তিপুর্ণ আছে কিনা । পরিবেশ ভালো থাকলে তারা ভোট দিতে বের হবেন। সুত্রপুরের গৃহবধু আরেফাতুল জান্নাত জানালেন , তিনি খবর পেয়েছেন পরিবেশ ভালো তাই দুপুরের পর বোট কেন্দ্রে যাবেন বলে ইচ্ছা পোষন করছেন ।
নির্বাচনী এলাকায় সকাল থেকেই র্যাব, বিজিবির টহল চলছে । বেলা সোয়া ১১টায় বগুড়ার সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ জানালেন , পরিস্থিতি সম্পুর্ণ স্বাভাবিক কোথাও কোনো গোলযোগের অভিযোগ পাওয়া যায়নি ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।