Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাণ হারাল এক ভাই গত ২৪ ঘণ্টায় নিহত আরো ৮

মোটরসাইকেল প্রতিযোগিতা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৯, ১২:০৪ এএম


রামুতে ছারপোকা (স্থানীয় নাম) ও মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এছাড়া জামালপুরে দুই ভাই মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে এক ভাইয়ের মৃত্যুসহ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে আরো ৭ জনের মৃত্যু হয়েছে।

কক্সবাজার : রামুতে ছারপোকা (স্থানীয় নাম) ও মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছ অন্তত আরো ১৫ জন। আহতরা রামু ও সদর হাসপাতালে সিকিৎসাধীন রয়েছে। গতকাল সকাল সকালে রামু-মরিচ্যা সড়কের থোয়াঙ্গাকাটাস্থ পাইনবাগান এলাকায় এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহতদের একজন কচ্ছপিয়া ইউনিয়নের ছোট জামছড়ি এলাকার মৃত হাকিম মিয়ার পুত্র নুরুল ইসলাম(৭০), অন্যজন ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিন শ্রীকুল এলাকার মৃত অছিউর রহমানের পুত্র আবদুর রহমান(৫০)। তারা উভয় ছারপোকার যাত্রী বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে চৌমুহনী স্টেশন থেকে মরিচ্যামুখী একটি ছারপোকা ও মরিচ্যা থেকে ছেড়ে আসা রামুমুখী একটি মিনি পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত ও উভয় গাড়ির অন্তত ১৫জন যাত্রী মারাত্মকভাবে আহত হয়।

ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের টাওয়ার নির্মাণ কাজের সামগ্রীসহ একটি ট্রলি উল্টে খালের মধ্যে পড়ে চালক নিহত হয়েছে। রবিবার দুপুরে নলছিটি-মোল্লারহাট সড়কের টাক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালকের নাম আরেজুল ইসলাম (৩১)। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ময়রামপুর গ্রামের মো. ওহিদুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ সামগ্রী নিয়ে কোম্পানির একটি ট্রলি বরিশাল থেকে নলছিটির তালতলা যাচ্ছিল। ট্রলিটি টাকবাজার এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। ট্রলির নিচে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায় চালক আরেজুল ইসলাম। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

জামালপুর : জামালপুরের ইসলামপুরে দুই ভাই মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে হাবিল শেখ (২২) নামে এক ভাইয়ের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার সিরাজাবাদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিল শেখ পৌর শহরের কিংজাল্লা গ্রামের শহিদ শেখের ছেলে। জানা গেছে, দুই ভাই হাবিল শেখ ও খলিল শেখ দুটি মোটরসাইকেল নিয়ে উপজেলার সিরাজাবাদ সড়কে প্রতিযোগিতা করছিলেন। এক পর্যায়ে রাস্তার পাশের একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে পাশের ড্রেনে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান হাবিল শেখ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে হাবিল মিয়ার মৃত্যু হয়।

এদিকে, জামালপুরে ট্রেনের ধাক্কায় আব্দুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের পূর্বপাড় রেলওয়ে লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান নরুন্দি ইউনিয়নের বিলপাড়া গ্রামের উবুল মিয়ার ছেলে।

রাজশাহী : আমবাগানে বাবার কাছে খাবার পৌঁছে দিয়ে অর্ধ বার্ষিকী পরীক্ষায় অংশ নিতে স্কুলে যাবার পথে মাইক্রোবাসের ধাক্কায় চাকার নীচে পড়েই প্রান হারালো বাঘার চন্ডিপুর উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মিজানুর রহমান। মিজানুর উপজেলার ক্ষুদিছয়ঘটি গ্রামের রান্টুর ছেলে।
পাবনা : ঢাকা ও পাবনা মহাসড়কে সাঁথিয়া উপজেলার গাঙ্গহাটি নামক স্থানে বাস ও ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গত শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালকের নাম সাজিত (৩২)। তিনি বেড়া উপজেলার রুপপুর গ্রামের ওহাব আলীর ছেলে।

নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জে হ্যান্ডট্রলির চাপায় এক অজ্ঞাত নারীর (৭৫) মৃত্যু হয়েছে। গত শনিবার রাত সাড়ে সাতটার দিকে বসুরহাট বাজারের জিরো পয়েন্ট মোড়ের স্বপ্ন ইলেকট্রনিক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল : বরিশালের হিজলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় সোহানা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে হিজলা-মুলাদী সড়কে এ দুর্ঘটনা ঘটে। সোহানা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া গ্রামের মোশারেফ বেপারির মেয়ে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ