পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জর্জিয়ার পার্লামেন্টে এক রুশ এমপির দেয়া বক্তব্যের প্রতিবাদে হাজার হাজার লোক জড়ো হয়ে বিক্ষোভ করে। তারা পার্লামেন্ট ভবনের ভেতর প্রবেশের চেষ্টা করে। এতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের সহিংস সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ বিক্ষোভকারী ও ৩৯ পুলিশকর্মী। রুশ এমপি সের্গেই গাভরিলভ গত বৃহস্পতিবার জর্জিয়ার পার্লামেন্টের ভেতর অর্থডক্স খ্রিষ্টান দেশগুলোর এমপিদের উদ্দেশে বক্তব্য রাখেন। রাশিয়া ও জর্জিয়া দুটি অঞ্চল নিয়ে এর আগে লড়াই করেছে। আবখাজিয়া ও দক্ষিণ অসেতিয়া অঞ্চল দুটিকে জর্জিয়া থেকে ২০০৮ সালে দখল করে নেয় রাশিয়া। দখলের পর অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে রাশিয়া এবং সেখানে এখনো রুশ সেনারা অবস্থান নিয়ে আছে।
জর্জিয়ার বিরোধী দল পশ্চিমাপন্থি হিসেবে পরিচিত। তারাই প্রথম রুশ এমপির বক্তৃতা দেয়ার বিষয়টির প্রতিবাদ জানায়। দলটি বরাবরই জর্জিয়ায় মস্কোর প্রভাবের বিরুদ্ধে অবস্থান নেয়। বিক্ষোভকারীরা বৃহস্পতিবার পার্লামেন্টের চারদিকে ঘেরাও করে স্পিকারের পদত্যাগ দাবি করে।
ধারণা করা হয় সেখানে প্রায় ১০ হাজার বিক্ষোভকারী অবস্থান নিয়েছিল। তারা রাশিয়াকে আগ্রাসী রাষ্ট্র হিসেবে দাবি করে স্লোগান দেয়। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।