বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শরীয়তপুরে পূর্বশত্রুতার জের ধরে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে সদর উপজেলার পালং ইউনিয়নের পাটনীগাঁও গ্রামে।
এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ ঘাতককে গ্রেফতার করেছে।
পালং মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটনীগাঁও গ্রামে একটি কুকুর নিয়ে সনাতন মণ্ডল ও সুকুমার মণ্ডলের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল।
এ নিয়ে দুজনের মধ্যে প্রায় বাকবিতণ্ডা হতো। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়।
মঙ্গলবার সন্ধ্যায় সনাতন মণ্ডল ও সুকুমার মণ্ডলের মধ্যে আবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সনাতন মণ্ডল সুকুমার মণ্ডলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।
পরে স্থানীয় লোকজন সুকুমারকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় ডাক্তার তাকে ঢাকায় প্রেরণ করেন।
গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে চিকিৎসাধীন মারা যান সুকুমার।
এ ঘটনায় নিহতের ভাতিজা বিশ্বজিৎ মণ্ডল বাদী হয়ে ছয়জনকে আসামি পালং মডেল থানায় একটি মামলা করেছেন।
পুলিশ বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ এলাকা থেকে ঘাতক সনাতনকে গ্রেফতার করেছে।
মামলার বাদী বিশ্বজিৎ মণ্ডল বলেন, আমার চাচাকে হাতুড়িপেটা করে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
পালং মডেল থানার ওসি মো. আসলাম উদ্দিন , এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার মূলহোতাকে গ্রেফতার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।