Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইভিএমে কারচুপির কোন সুযোগ নেই- রংপুরে কবিতা খানম

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০১৯, ৭:০৭ পিএম

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম ছিল, তবে অনেক কেন্দ্রে আবার ভোটারের উপস্থিতি ভালোও ছিল। নির্বাচন কমিশন যদি সুষ্ঠু পরিবেশ দিতে পারে তাহলে আগামীতে কেন্দ্রে ভোটার সংখ্যা আরও বাড়বে।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর বড়বাড়ি বয়েজ স্কুল মাঠে নতুন ভোটার নিবন্ধন এবং ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
কবিতা খানম বলেন, আমরা নির্বাচনে প্রভাব বিস্তার করার অপচেষ্টাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে সরকারদলীয় এক এমপির বিরুদ্ধে মামলা দায়েরের নির্দ্দেশ দেয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য সব চেষ্টা অব্যাহত রেখেছি। জনগণ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে জন্য আমরা কাজ করছি।
তিনি আরো বলেন, ইভিএমে জাল ভোট বা কারচুপি করার কোন সুযোগ নেই। একবার ভোট দিলে আরেকবার ভোট দেওয়ারও সুযোগ থাকে না।
এসময় রংপুর বিভাগীয় নির্বাচন কর্মকর্তা শাহাতাব উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগন ছিলেন।

 



 

Show all comments
  • MD Tofazzal hossen ২০ জুন, ২০১৯, ৭:১৭ পিএম says : 0
    They never speak the truth.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন কমিশনার

২১ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ