Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোল্ডিং ট্যাক্স প্রতি মাসেই নেয়া হবে

রাসিক চতুর্থ সাধারণ সভায় মেয়র লিটন

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২০ জুন, ২০১৯, ১২:০৪ এএম

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, নাগরিক সেবা বৃদ্ধি করতে রাজশাহী সিটি কর্পোরেশনে কয়েকটি নতুন বিভাগ ও শাখা খোলা হচ্ছে। সিটি কর্পোরেশনের কার্যক্রমকে যুগোপযোগী করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে নগরভবনের সিটি হল সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন পরিষদের চতুর্থ সাধারণ সভায় এসব কথা বলেন মেয়র। তিনি বলেন, নাগরিক সেবার বৃহৎ প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নগরবাসীও অনেক কিছু প্রত্যাশা করে সিটি কর্পোরেশনের কাছ থেকে। যুগোপযোগী সেবা প্রদানের লক্ষ্যে সিটি কর্পোরেশনের আরো কয়েকটি বিভাগ ও শাখা খোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সাধারণ সভায় সিটি কর্পোরেশনের ইজিবাইক ও অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ, একমুখী যান চলাচল ও পথচারী সড়ক চালু, ফুটপাতে ভ্যানগাড়িতে ব্যবসা পরিচালনা সংক্রান্ত নীতিমালা, উচ্ছেদ অভিযান কার্যক্রম, ট্যাক্সেশন রুলস-১৯৮৬ বিধি ৩৪ এর আলোকে হোল্ডিং ট্যাক্স আদায় আরো গতিশীল করার লক্ষ্যে বাৎসরিক কর ত্রৈমাসিক কিস্তির পরিবর্তে ১২ কিস্তিতে (প্রতি মাসে) আদায়সহ আরো বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সাধারণ সভায় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম মিলি, কাউন্সিলর রেজাউন নবী দুদু, কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকনসহ অন্যান্য সাধারণ ও জোন কাউন্সিলরবৃন্দ, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোল্ডিং ট্যাক্স

২৮ অক্টোবর, ২০১৭

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ