Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোল্ডিং ট্যাক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই -দায়িত্বপ্রাপ্ত মেয়র

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো: নিযাম উল আযীম বলেছেন, মহানগরবাসীর আর্থিক সচ্ছলতা সর্বোচ্চ বিবেচনায় নিয়ে রিভিউ বোর্ডের মাধ্যমে ট্যাক্স প্রদানকারীর মতামতের ভিত্তিতে ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে এবং রিভিউ ফরমের দামও দুইশত টাকা থেকে কমিয়ে একশত টাকা নির্ধারণ করা হচ্ছে। গতকাল দুপুরে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার নেতৃত্বে মহানগর ১৪ দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তাদের অনুরোধের প্রেক্ষিতে তিনি একথা বলেন। তিনি জানান, যারা ইতোমধ্যে দুইশত টাকা মূল্যের ফরম ক্রয় করেছেন তাদের একশত টাকা ট্যাক্সের সাথে সমন্বয় করা হবে। তিনি বলেন, রাসিকের বর্তমান পরিষদ জনগণের চাহিদা, প্রত্যাশা ও সামর্থ্যরে দিকটি বিবেচনা করে সকল সিদ্ধান্ত গ্রহণ করছে। কর নির্ধারণ নিয়ে মহানগরবাসীকে আশ্বস্ত করে বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই রিভিউ আবেদন করলে রিভিউ বোর্ডে জনগণের আর্থিক সঙ্গতি বিবেচনা ও তাদের সাথে আলোচনা করে সহনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। রিভিউ ফরম প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে পাওয়া যাবে এবং তা সেখানেই জমা দিতে পারবেন। তবে বকেয়া হোল্ডিং কর পরিশোধ করে রিভিউ আবেদন করতে হবে। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, বিধবা ও অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হবে। এ সময় মেয়র রাজশাহী সিটি কর্পোরেশনের আয়-ব্যয়সহ অন্যান্য কার্যক্রম তুলে ধরেন।
মতবিনিময় সভায় ওয়ার্কাস পার্টির নেতা লিয়াকত আলী লিকু, সাদরুল ইসলাম, ন্যাপের মোস্তাফিজুর রহমান খান, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মুক্তিযোদ্ধা নওশের আলী, জাসদের আব্দুল্লাহ আল মাসুদ শিবলীসহ ১৪ দলের অন্যান্য নেতা-কর্মী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম রাজশাহীতে কর্মরত গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। নগরভবনে নবনির্মিত সম্মেলন কক্ষে মতবিনিময় সভা দু’টি অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোল্ডিং ট্যাক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই -দায়িত্বপ্রাপ্ত মেয়র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ