নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশ্বকাপে সাকিবের অনবদ্য পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের রানের পাহাড় টপকে জিতেছে বাংলাদেশ। ম্যাচে তার ১২৪ রানের এই ইনিংস দেখে প্রশংসা বৃষ্টিতে ভাসাচ্ছেন অনেকে। আইসিসির বিশেষজ্ঞ কলামে জাতীয় দলের ক্রিকেটার আব্দুর রাজ্জাকও সাকিব বন্দনায় মেতেছেন। আব্দুর রাজ্জাক লিখেছেন, ‘এই মুহূর্তে আমাকে বলতেই হচ্ছে, বিশ্বের সেরা অলরাউন্ডারদের মাঝে সবচেয়ে বেশি ফর্মে আছেন সাকিব আল হাসান। এই মুহূর্তে দারুণ অবস্থায় আছেন তিনি। ব্যাটিং-বোলিং চমৎকার হচ্ছে এবারের আসরে।’
এবারের আসরে দুটি হাফসেঞ্চুরিসহ দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন সাকিব। তার এমন ফর্ম নিয়ে বিস্মিত রাজ্জাক নিজেই, ‘তিনি এখন দুর্দান্ত ফর্মে। বলতে গেলে তাকে এভাবে আগে কখনও খেলতে দেখিনি। এই মুহূর্তে তিনি যে ধারাবাহিকতা দেখাচ্ছেন তা অবিশ্বাস্য।’ তাই সাকিবের এখনকার ফর্মটাকেই সেরা মনে হচ্ছে রাজ্জাকের কাছে, ‘তার সঙ্গে বহু বছর খেলেছি। কিন্তু এটাই তার ক্যারিয়ারের সেরা ফর্ম বলে মনে হচ্ছে।’
এই ম্যাচ জয়ের ফলে সেমির আশা টিকে রয়েছে বাংলাদেশের। জয়টাকে আকাক্সিক্ষত বলে মানছেন তিনি, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত একটি জয়। ওরা ভালো একটি দল। বিশ্বকাপে তার প্রমাণও ওরা রেখেছে। বাংলাদেশের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ, ম্যাচটি হারলে বা বৃষ্টিতে ভেসে গেলে সেমির আশা ক্ষীণ হয়ে যেত।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।