Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলের সখিপুরে বিদ্যুৎস্পৃষ্টে পুরোহিতের মৃত্যু

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৯, ৭:১১ পিএম

টাঙ্গাইলের সখিপুরে বিদ্যুৎস্পৃষ্টে রঞ্জন রায় (২৬) নামের এক হিন্দু পুরোহিতের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বেড়বাড়ী নামাপাড়া গ্রামে শ্রী ননী গোপালের বাড়িতে এ ঘটনা ঘটে। সদ্যস্বর্গীয় রঞ্জন রায় উপজেলার হাতিবান্ধা গ্রামের স্বর্গীয় মহাদেব রায়ের ছেলে। এ ব্যাপারে সখিপুর থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ওইদিন রাতেই পুরোহিতের নিজ গ্রাম হাতিবান্ধায় সমাহিত করা হয়েছে। জানা যায়, সোমবার দুপুরে বেড়বাড়ী নামা পাড়া গ্রামের শ্রী ননী গোপালের বাড়িতে পূজা করার সময় অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয় পুরোহিত রঞ্জন রায়। পরে তাকে মূমুর্ষূ অবস্থায় সখিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে শ্রী ননী গোপাল জানান, সোমবার দুপুরে পূজা করার সময় এক পর্যায়ে বিদ্যুতের তারে স্পর্শ লাগে পুরোহিত রঞ্জন রায়ের। পরে তাকে সখিপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সখিপুর থানার অফিসার ইন চার্জ(ওসি) মো. আমির হোসেন বলেন- এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। সন্ধ্যায় লাশ তার পবিারের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ