Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্রোঞ্জপদক জিতলেন রোমান সানা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৯, ১০:২৬ পিএম | আপডেট : ১০:৪৭ পিএম, ১৬ জুন, ২০১৯

নেদারল্যান্ডসে অনুষ্ঠিত বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ পুরুষ এককে’র সেমিফাইনালে ব্যর্থ হলেও ব্রোঞ্জের লড়াইয়ে ঠিকই সাফল্য তুলে নিয়েছেন বাংলাদেশের কৃতি আরচ্যার মো: রোমান সানা।

ফাইনালে ওঠার লড়াইয়ে গত ১৩ জুন মালয়েশিয়ান প্রতিপক্ষের কাছে হারলেও রোববার ব্রোঞ্জের লড়াইয়ে ইতালি’র প্রতিপক্ষকে হারিয়ে দেশের পক্ষে প্রথম পদক জিতে নেন রোমান সানা। এদিন ইতলি’র মৌরো নেসপোলিকে ৭-১ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জপদক জয় করেন তিনি।

এর আগে রিকার্ভ পুরুষ এককে’র সেমিফাইনালে উঠেই রোমান যোগ্যতা অর্জন করেন সরাসরি ২০২০ টোকিও অলিম্পিকে খেলার। দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে কোটা প্লেসে অলিম্পিকে খেলবেন রোমান সানা।

সিদ্দিকুর ২০১৬ সালে কোটা প্লেস পেয়ে ব্রাজিল অলিম্পিকে খেলেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ