Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রথম পর্বে শীর্ষে বরিস জনসন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৯, ৮:১৩ পিএম

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান ও যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের প্রথম দফায় সবচেয়ে বেশী ভোট পেয়েছেন বরিস জনসন। প্রথম দফায় প্রার্থী হিসাবে নির্বাচনে দাঁড়ানো ১০ জনের ভেতর থেকে বাদ পড়ে গিয়েছেন ৩ জন। তারা হলেন, মার্ক হার্পার, আন্দ্রেয়া লিডসম এবং এস্টার ম্যাকভি। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বরিস জনসন ১১৪ ভোট পেয়ে প্রথম হয়েছেন। ৪৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন জেরেমি হান্ট এবং মাইকেল গভ তৃতীয় হয়েছেন ৩৭ ভোট পেয়ে। আগামী সপ্তাহে এই সাতজন প্রার্থী পরবর্তী রাউন্ডের ভোটের মুখোমুখি হবেন। সেখানে প্রাপ্ত ভোটের হিসেবে শীর্ষ দুই প্রার্থীকে বাছাই করা হবে। চলতি মাসের শেষের দিকে টরি পার্টির সদস্যরা ভোট দিয়ে এই দুইজনের মধ্য থেকে একজনকে নেতা হিসেবে মনোনীত করবেন। থেরেসা মের উত্তরসূরী সেই সর্বাধিক জনপ্রিয় নেতার নাম জুলাই মাসের ২২ তারিখে ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রথম পর্বে শীর্ষ স্থান নিশ্চত করার পর জনসন বলেন, ‘প্রথম ব্যালট জয় করতে পেরে আনন্দিত, কিন্তু আমাদেরকে দীর্ঘ পথ যেতে হবে।’

পররাষ্ট্র সচিব হান্ট দ্বিতীয় অবস্থান অর্জন করতে পারার জন্য আনন্দ প্রকাশ করে বলেন, ‘এই কঠিন সময়ের জন্য একজন কঠিন নেতা দরকার।’

তৃতীয় অবস্থানে থাকা মাইকেল গভের মুখপাত্র জানান, ‘সবাই আমাদেরকে হিসেবের বাইরে রেখেছিল। অনেকে বলেছিল আমরা পিছিয়ে যাচ্ছি। কিন্তু আমরা সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছি এবং দ্বিতীয় স্থানের সাথে সামান্য ব্যবধানে রয়েছি। সামনে আরও প্রতিদ্বন্দ্বীতা হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ