Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাদুতে শুরু, জাদুতে শেষ

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি নেমেছিলেন ফাইনাল খেলতে এবং শেষ বেলাতেও বাজিমাত করলেন তিনি। পেলেন আইপিএলের সেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার। এ নিয়ে কোনো সংশয় থাকার কথাও ছিল না। এ বারের আইপিএলে যদি সব থেকে বেশি কাউকে নিয়ে আলোচনা হয়ে থাকে তো সেটা তিনিই, মুস্তাফিজ।
নাম ঘোষণা হতেই ছোট মুখে সেই চেনা লাজুক হাসি। ছোট্ট পদক্ষেপে এগিয়ে যাওয়া। মঞ্চে ওঠে আইপিএল চেয়ারম্যানের হাত থেকে নিলেন ১০ লাখ রূপীর স্মারক চেক ও ট্রফি। মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার। টুর্নামেন্ট জুড়ে মুস্তাফিজের যা পারফরম্যান্স, তাতে এই পুরস্কার নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বাকি ছিল ¯্রফে আনুষ্ঠানিক ঘোষণা। ফাইনাল শেষে সেই ঘোষণা এলো। শিরেপা জয়ের পরই পুরস্কার উঠল মুস্তাফিজের হাতে। আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে ভোটাভুটিতে ৮৩.২ শতাংশ ভোট পেয়েছেন মুস্তাফিজ। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী যোজন যোজন দূরে। বেঙ্গালুরুর লোকেশ রাহুল পেয়েছেন ৬.৫ শতাংশ ভোট। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রুনাল পান্ডিয়া ৩.৭ শতাংশ।
ব্যাট হাতে তাঁকে নামতে হয়নি। কিন্তু, বল হাতে দলের চ্যাম্পিয়ন হওয়ায় বড় ভূমিকা রেখে গেলেন মুস্তাফিজুর রহমান। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য প্লে অফের ম্যাচে খেলতে পারেননি এই বিস্ময় বোলার। আসলে তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি হায়দরাবাদ টিম ম্যানেজমেন্টও। তুলে রেখেছিল ফাইনালের জন্যই। ফাইনালে মোক্ষম সময়ে নামিয়ে প্রতিপক্ষের রানকে নিয়ন্ত্রণ করল হায়দরাবাদ।
প্লে অফের আগে হ্যামস্ট্রিংয়ে চোট দলের কপালে সাময়িক ভাঁজ ফেললেও ফাইনালে নেমেছিলেন স্বমহিমায়। যখন ¯্রান, এনরিকসরা ভূরি ভূরি রান তুলে দিচ্ছিলেন বেঙ্গালুরুর ব্যাটসম্যানদের, তখনই মুস্তাফিজুরকে এনে বাজিমাত সানরাইজার্সের। ৪ ওভার বল করে নিলেন ১টি উইকেট। দিলেন ৩৭ রান। নেমেই প্যাভেলিয়নে পাঠালেন ওয়াটসনকে। জর্ডানের সহজ ক্যাচটি ¯্রানের হাত থেকে ফসকে না গেলে উইকেট সংখ্যা হতে পারতো ২। তাঁর বলেই রান আউট হন স্টুয়ার্ট বিনি।
আইপিএল-এর শুরু থেকেই সবার নজর কেড়ে নিয়েছিলেন মুস্তাফিজ। আবির্ভাবেই বাজিমাত বাংলাদেশি এই পেসারের। ১৭ ম্যাচে ৪৫৮ রান দিয়ে ১৭ উইকেট লিখে নিয়েছেন নিজের নামের পাশে। যৌথভাবে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি। সেরা বোলিং ১৬ রান দিয়ে ৩ উইকেট। গড় ২৪.৭৬। স্ট্রাইক রেট ২১.৫৩। এবারের আসরের সেরা ইকোনমিও কাটার বিস্ময়ের নামে-৬.৯০। পাওয়ার প্লে’তে কমপক্ষে ১৫ ওভার বল করেছেন এমন বোলারের মধ্যেও মুস্তাফিজের ইকোনমি সেরা-৪.৯৩! ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৯০। কমপক্ষে ২০ ওভার বোলিং করাদের মধ্যে যেটি টুর্নামেন্টের সবচেয়ে কিপটে বোলিং।
পরিসংখ্যানই সব কিছু নয়। মুস্তাফিজুর রহমান আইপিএল মাতিয়েছেন তার জাদুকরী স্কিল দিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের বছরেই যেভাবে বিস্ময় ছড়িয়েছিলেন, হয়ে উঠেছিলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় নাম; প্রথমবার আইপিএলে গিয়েও দেখিয়েছেন নিজের সেই প্রতিভা ও সামর্থ্যের ঝলক। প্রথমবারের মত একা দেশের বাইরে যাওয়া, দীর্ঘসময় থাকা এবং ভাষার দূরত্ব, সব কিছু জয় করেছেন বোলিং সামর্থ্য দিয়ে।
দারুণ সেøায়ার ও দুর্বোধ্য কাটার তো বরাবরই তার বড় সম্পদ। আইপিএলে দেখিয়েছেন, ইয়র্কারেও কতটা দক্ষ হয়ে উঠেছেন এত দ্রæতই। ২০ বছর বয়সেই রেখেছেন পরিণত ক্রিকেট মস্তিষ্কের প্রমাণ। তার স্কিল ও ক্রিকেট মস্তিষ্কের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে টুর্নামেন্ট জুড়ে বর্তমান-সাবেক অনেক তারকা ক্রিকেটার, বিশেষজ্ঞরা। পুরো টুর্নামেন্টে তাঁকে নিয়ে শোনা গিয়েছে নানা মন্তব্য। পুরো বিশ্বের ক্রিকেট মহল ঘুরে ফিরে মন্তব্য করেছে তাঁকে নিয়ে। দলের মেন্টর, অধিনায়ক থেকে শুরু করে সতীর্থ- প্রসংশায় ভরিয়েছেন সকলেই। সেই মুস্তাফিজুরের প্রথম আইপিএল শেষ হল সাফল্যের সঙ্গে। সেই সাফল্য সঙ্গী করেই গতকাল দেশে ফিরেছে বীরের বেশে।
মুস্তাফিজ আইপিএলে সেরা উদীয়মানের পুরস্কার পাওয়ায় বিস্মিত হননি বাংলাদেশ অধিনায়ক মাশরাফিÑ ‘আন্তর্জাতিক ক্রিকেটে ও যেভাবে পারফর্ম করছে তাতে আমি বিস্ময়ের কিছুই দেখছি না।’ বিসিবি সভাপতি অবশ্য আইপিএল শুধু নয়, বিশ্বের সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে দেখছেন মুস্তাফিজকেÑ ‘ও শুধু আইপিএল কেন, আমি তো দেখছি ও বিশ্বের সেরা উদীয়মান ক্রিকেটার।’

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাদুতে শুরু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ