বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতে পাচারকালে মানবপাচারকারী চক্রের হাত থেকে এক নারীকে উদ্ধার করেছে বরিশালের র্যাব-৮ এর সদস্যরা। এ সময় লিটন খলিফা নামের মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। লিটন খলিফা বাগেরহাট জেলার মোড়লগঞ্জ এলাকার সালাম খলিফার ছেলে। উদ্ধার হওয়া নারীর বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। গত রোববার রাতে বরিশালে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম এসব তথ্য জানান।
মেজর সজিব বলেন, লিটন খলিফাসহ তার তিন বোন ও বোন জামাই অবৈধভাবে ভারতে বসবাস করে আসছে। এ সুযোগে লিটন খলিফা ভাঙ্গাড়ি ব্যবসার আড়ালে দীর্ঘ ১৫ বছর যাবত বিভিন্নভাবে প্ররোচিত করে বাংলাদেশ থেকে নারী-পুরুষদের অবৈধ পথে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করছে। চাকরি দেবার প্রলোভন দেখিয়ে ভারতে নিলেও পরে তাদের জিম্মি করে বিভিন্নভাবে পাচারকৃতদের পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে।
সম্প্রতি মোবাইল ফোনের সূত্র ধরে উদ্ধার হওয়া ওই নারীর সঙ্গে লিটন খলিফার পরিচয় হয়। ইমোতে তারা প্রায়ই কথা বলতো। চাকুরীর প্রলোভনের ফাঁদে পা দেয় ওই নারী। লিটন খলিফা তাকে ভারতে পাচার করতে দেশে আসেন। শনিবার লিটন ওই নারীর সঙ্গে দেখা করেন। রোববার সকালে তারা ভারতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।