Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কথা জড়িয়ে যাচ্ছে, সিঙ্গাপুর নেয়া হবে এরশাদকে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৯, ৯:৪৯ পিএম

হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারছেন না বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বয়সের কারণে কথা জড়িয়ে যাচ্ছে মাঝে মধ্যেই। চলতি মাসের মধ্যে চিকিৎসার জন্য আবার সিঙ্গাপুর নেয়া হবে এরশাদকে।


এরশাদের বিশেষ সহকারী ও দলটির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি বলেন, ‘গত মাসের ২১ তারিখ তাকে (এরশাদ) রক্ত দেয়ার পর অবস্থা কিছুটা ভালো ছিল। বর্তমানে একটু দুর্বল হয়ে পড়েছেন। এ কারণে আবারও সিঙ্গাপুর নেয়া হচ্ছে’।

খালেদা আক্তার আরও বলেন, ‘স্যার একই অবস্থায় আছে, হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। বয়সের কারণে কথা জড়িয়ে আসে। তবে কাউকে চিনতে সমস্যা হচ্ছে না।

তিনি বলেন, আপনারা তো ঈদের দিন দেখেছেন, এখনও সেভাবেই আছে। তার পাশে লোকজন থাকলে একটু হাসি খুশি থাকেন।

এ বিষয়ে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালী সময় নিউজকে বলেন, স্যার সিঙ্গাপুর যাবেন। তবে এখনো দিন তারিখ ঠিক হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরশাদ

১৬ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ