পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর শ্বাস-প্রশ্বাস লেভেল কমে যাওয়ায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউ এ স্থানান্তর করা হয়।
সোমবার (১৬ আগষ্ট) দুপুর সাড়ে ৩টার দিকে বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৪ আগস্ট রাতে বেগম রওশন এরশাদ এমপি হঠাৎ শারীরিক ভাবে অসুস্থবোধ করায় রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অক্সিজেন লেভেল কমে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে আইসিইউ এ স্থানান্তর করার পর ম্যাডামের শাররীক অবস্থা একটু উন্নতি হয়েছে।
মামুন হাসান আরো জানান, হাসপাতালে ম্যাডামের পাশে রয়েছে রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগীর আল মাহি সাদ এরশাদ। তিনি রওশন এরশাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত ৩০ এপ্রিল রাতে রওশন এরশাদের শরীরে পানিশূন্যতা দেখা দিলে গত ২৩ মে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে টানা ২৪ দিন চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।