Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গান শিখছেন এরশাদ পুত্র এরিক, শেখাচ্ছেন নোলক বাবু

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ গান শিখছেন। এরিক গায়ক হতে চান। তাকে গান শেখাচ্ছেন ক্লোজআপ ওয়ান তারকাখ্যাত কণ্ঠশিল্পী নোলক বাবু। তিন মাস ধরে এরিককে গান শেখাচ্ছেন তিনি। এরিকের কণ্ঠে ইতোমধ্যে দুটি গানের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। নোলক বলেন, একটি গান মা নিয়ে, অন্যটি পুরোপুরি ভিন্ন ধাচের। মোট ১০টি গান নিয়ে এরিকের একটি অ্যালবাম করা হবে। জানা যায়, এরিকের পছন্দের শিল্পীদের মধ্যে একজন নোলক বাবু। এক বন্ধুর মাধ্যমে বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় গিয়েছিলেন নোলক। তখন দেখা হয় এরিকের সঙ্গে। তখন তিনি গান শেখার আগ্রহ প্রকাশ করেছিলেন। নোলক বলেন, এরিক আমাকে জানায়, সে আমার গানের ভক্ত। ফলে তার সঙ্গে আমার তখনই সখ্য গড়ে ওঠে। এ থেকেই গান শেখানো শুরু। নোলক বলেন, বিদিশা ম্যাডামকে আমি মা বলতাম। তিনি আমাকে বললেন, এরিককে গান শেখাতে। এটা মাস তিনেক আগের ঘটনা। ওইদিনের পরে আমি এরিককে গান শেখানো শুরু করি। প্রেসিডেন্ট পার্কে আমি যাওয়া শুরু করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরশাদ পুত্র এরিক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ