Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাঁকোটির টোল আদায় বন্ধ করুন

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৯, ১২:০৬ এএম

কুড়িগ্রামের রৌমারী শাপলা চত্বর থেকে খাঁটিয়ামারী পর্যন্ত দুই কিলোমিটার পাকা সড়কটি জিঞ্জিরাম নদীতে গিয়ে শেষ হয়েছে। সড়কটিতে সবুজপাড়ার (মাঝিপাড়া) আলমের বাড়ি সংলগ্ন সুইসগেটের বাঁশের সাঁকো প্রতিদিন সুতারপাড়, চর বামনেরচর, বেহুলার চর, মোল্লার চর, রতনপুর, খাঁটিয়ামারী- ছয়টি গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে পার হয়। এ জন্য ভ্যানপ্রতি ১০ টাকা, জনপ্রতি ১/২ টাকা গুনতে হয় প্রতিদিন। বাধ্য হয়ে ভারী মালবাহী ট্রাক, ট্রলি বিকল্প সড়ক হিসেবে তুরা সড়ক ব্যবহার করে। এতে বেশি ভাড়া গুনতে হয়। সংস্কারের অভাবে পুরো সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। আসন্ন বন্যার আগেই অনতিবিলম্বে এলাকাবাসীর পারাপারে সাঁকোটির টোল আদায় বন্ধ ও সেতু নির্মাণে যথাযথ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নূর মোহাম্মদ দীন, চর বামনেরচর, রৌমারী, কুড়িগ্রাম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন