Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তরাঞ্চলের ঈদযাত্রার দুর্ভোগের

ইনকিলাবের রিপোর্ট সত্য হলো

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৯, ১২:৫০ পিএম

“উত্তর জনপদে ঈদ যাত্রায় যাত্রীদের স্বস্তির সাথে শঙ্কাও রয়েছে” শিরোনামে দৈনিক ইনকিলাবের রিপোর্টটির সত্যতা প্রমাণিত হলো। ঈদের ২/১ দিন পূর্বে এ অঞ্চলের যাত্রীদেরকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে তা কল্পনারও অতীত। বঙ্গবন্ধু যমুনা সেতু পূর্ব পাড়ে প্রায় ৩০ কিঃমিঃ ও পশ্চিম পাড়ে ২০ কিঃমিঃ পর্যন্ত যানজট যাত্রীদের জীবন দুর্বিষহ করে তোলে। ঘন্টার পর ঘন্টা ঠাঁই দাঁড়িয়ে থাকতে হয়েছে। সেতুতে ২ ঘন্টায় একটি গাড়ীও ইঞ্চি পরিমাণ সরেনি। এমন অস্বস্তিতে বৃদ্ধ, বৃদ্ধা, শিশু-কিশোর, অসুস্থ মানুষ সহ সর্বস্তরের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। যাত্রীদের ঠাঁই দাঁড়িয়ে থাকার বিরক্তি ও অসহ্য গরমে ঘেমে এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠে যে, তারা বিক্ষোভে ফেটে পড়ে একজন ম্যাজিষ্ট্রেটের গাড়ীতে আগুন লাগিয়ে দেয়। শুধু কি তাই যানজটের রেকর্ড ভঙ্গ করায় শেষ পর্যন্ত এক প্রসূতী মাকে রাস্তায় সন্তান প্রসব করতে হয়েছে। দীর্ঘ যানজটে রাস্তায় আটকে পড়া মানুষের পানি, পয়প্রণালী ব্যবস্থা না থাকায় বিশেষকরে মেয়েদের সমস্যা চরমে পৌছে। সবকিছু মিলিয়ে দৈনিক ইনকিলাবের আগাম সংবাদটির জন্য অনেকেইে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে ধ্বিক্কার প্রদর্শণ করেন তাদের যারা প্রতিবছরই ফলাও করে বলে থাকেন নির্বিঘেœ ঘরে ফিরবে যাত্রীরা, এবার যানজট মুক্ত হবে ঈদ যাত্রা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তরাঞ্চল

৭ ফেব্রুয়ারি, ২০২২
১৭ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ