Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরছে ফ্রেন্ডস, ইঙ্গিত দিলেন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০১৯, ৮:১৮ পিএম

ফিরছে জনপ্রিয় মার্কিন টিভি ধারাবাহিক ‘ফ্রেন্ডস’, ইঙ্গিত দিলেন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন
নব্বই দশকের বিখ্যাত আমেরিকান টিভি ধারাবাহিকের ‘ফ্রেন্ডস’-এর কথা ভোলার কথা নয়। দশ বছর ধরে চলার পর ২০০৪ সালে শেষ হয় এই ধারাবাহিক। তারপর থেকেই ভক্তরা অপেক্ষায় ছিলেন ধারাবাহিকটির কলাকুশলীদের পুনর্মিলনের জন্য। অবশেষে সেই আশা পূরণ হতে চলেছে। ‘ফ্রেন্ডস’ অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন সেই ইঙ্গিতই দিলেন।
‘দ্য এলেন ডিজেনেরেস শো’-এর সাম্প্রতিক পর্বে জেনিফার জানান, তিনি চান পুনর্মিলন হোক। এমনকি তাঁর সহঅভিনেতাদেরও একই মত। ভক্তরা যে তাঁর এই মন্তব্যে কতটা খুশি ও উৎসাহী তা তাদের হাততালি দেখেই বোঝা গিয়েছে। প্রসঙ্গত, এর আগে পুনর্মিলনের সম্ভাবনা উঠেও হারিয়ে গিয়েছিল। ২০১৬ সালে একটি সাক্ষাৎকারে অ্যানিস্টন বলেন, “আমরা জানি না কি করবো। ওই সময়টা খুবই নস্টালজিক ছিল।” তার পরের বছরই অ্যানিস্টনের সহ অভিনেতা ম্যাথিউ পেরি জানান, তিনি ভয় পেতেন যদি এই বিষয়ে কেউ আগ্রহ না দেখায়। “আমি ঘুমিয়ে স্বপ্ন দেখতাম ‘ফ্রেন্ডস’ যদি আবার হয় তাহলে কেউ আর দেখবে না। সম্পূ্র্ণ একটা ধারাবাহিক করার পর যখন আমরা আবার ফিরে এলাম তখন কেউ আগ্রহ দেখাল না।”
ম্যাথিউ পেরি ‘ফ্রেন্ডস’-এ অভিনয় করেছিলেন চ্যান্ডলার বিং-এর চরিত্রে। জেনিফার অ্যানিস্টনের চরিত্রের নাম ছিল রেচেল গ্রিন। এঁরা দুজন ছাড়াও মুখ্য চরিত্রে ছিলেন কোর্টনি কক্স, লিসা কুড্রো, ম্যাট লাব্ল্যাঙ্ক এবং ডেভিড শুইমার। ‘ফ্রেন্ডস’-এর মূল বিষয়বস্তু ছিল ছয় বন্ধুকে নিয়ে, গল্প যারা নিউইয়র্কের ম্যানহ্যাটান শহরে একসাথে থাকত। ধারাবাহিকটি ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত চলেছিল এবং খুব জনপ্রিয়তা পেয়েছিল।
সূত্র: zee ২৪ঘণ্টা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ