প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘ফ্রেন্ডস: দ্য রিইউনিয়ন’ জ্বরে বুঁদ সারা বিশ্ব। সকলের প্রশংসা অর্জন করেছে শো’টি। জেনিফার অ্যানিসটন, কোর্টনি কক্স, লিসা কুদরো, ম্যাট লিব্ল্যান্স, ম্যাথু পেরি এবং ডেভিড সুইমারের অভিনয় দেখে আরও একবার নস্টালজিয়ার সাগরে ডুব দিয়েছেন সবাই। আর ‘ডাই হার্ড ফ্রেন্ডস ফ্যানে’র কাছে 'ফ্রেন্ডস দ্য রিইউনিয়ন' নদীর তলায় রাজপুত্রের প্রাণভ্রমরা খুঁজে পাওয়ার মতো।
শো-তে ডেভিড বেকহ্যাম, লেডি গাগা, বিটিএস, মালালা ইউসুফজাইদের মতো জনপ্রিয় সেলেবদের দেখা গিয়েছে একেবারে সাদামাটা ‘ফ্রেন্ডস’ ফ্যান হিসেবে। সিন্ডি ক্রফোর্ডদের মতো মডেলরা র্যাম্পে হেঁটেছেন শোর আইকনিক পোশাক পরে। জাস্টিন বিবারকে দেখা গিয়েছে রসের স্পাডনিকের পোশাকে। আশেপাশে গ্ল্যামারের ছটা থাকলেও, স্পটলাইটে শুধু ছ জন, ম্যাথিউ পেরি, জেনিফার অ্যানিনস্টন, ম্যাট লাব্ল্যাঙ্ক, লিসা কুদ্র এবং ডেভিড স্কিমার।
আর তাই আকাডেমি পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রিজ উইদারস্পুনকেও (ওরফে জিল গ্রিন) বলতে হয়, 'ওঁরা ছ জনেই লিড ক্যারেকটার ছিলেন। একা শো টানার ক্ষমতা ছিল প্রত্যেক চরিত্রের। তবে একসঙ্গে ওঁদের ক্ষমতা ছিল অন্তহীন।' আর হলও তাই।
তবে এবারে কিন্তু ফিকশনাল চরিত্র হিসেবে নয়। অভিনেতা হিসেবে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে এসেছিলেন প্রত্যেকে। গোলটেবিলে কিছু আইকনিক দৃশ্যের স্ক্রিপ্ট পড়া, শোর জনপ্রিয় গেম খেলা, রস-রেচেলের অনুভূতির পিছনে জেনিফার এবং ডেভিডের না হওয়া প্রেমের হারিয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন প্রত্যেকে।
তবে এরই মধ্যে খারাপ খবর নস্টালজিয়ায় মাখা ওই শোর বেশ কিছু অংশ নিষিদ্ধ করা হয়েছে চিনে। কোরিয়ান পপ ব্যান্ড বিটএস, জাস্টিন বিবার এবং লেডি গাগা যে অংশে রয়েছেন সেই অংশগুলি নাকি ধরে বাদ দিয়েছে চিনের প্রথম সারির ভিডিও প্ল্যাটফর্মগুলি।
উল্লেখ্য, ১৯৯৪ থেকে ২০০৪, টানা দশ বছর ধরে শুরু আমেরিকা নয়, বরং সারা বিশ্বকে হাসির রসদ দিয়েছে 'ফ্রেন্ডস'। প্রায় তিন দশক পেরিয়েও জনপ্রিয়তার শীর্ষে ওই ধারাবাহিক। বিশ্বের প্রতিটি কোনায় আজও ট্রেন্ডিং শোর তালিকায় রয়েছে 'ফ্রেন্ডস'। হাজার, লাখ, অজুতের হিসেব পেরিয়ে দর্শক সংখ্যা ছুঁয়েছে কয়েক বিলিয়ন। তবু যেন শোটি পুরনো হয় না। ২০০৪ সালের ২৩ জানুয়ারি যখন লস অ্যাঞ্জেলেসের ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওর ২৪ নম্বর স্টেজে শোর শুটিং শেষ হল, সে সময় নির্মাতারা ভেবেছিলেন- ‘ইটস আ পারফেক্ট এন্ডিং।’ তবে ওই যে কথায় আছে না, ‘শেষ হয়েও হইল না শেষ।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।