পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দুপুর ১২টা। সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে হাটিকুমরুল মোড়ের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি লেগুনা। অন্যদিকে, ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাচ্ছিল পাবনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী এসি বাস। বেপরোয়া গতির পরিবহন দুটি উল্লাপাড়ার বোয়ালিয়া বাজারের ব্রিজের ওপর আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই লেগুনার চালকসহ আটজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে হাফিজ নামে আরও এক যাত্রীর মৃত্যু হয়। ১৪ জন আহত হন। সুনামগঞ্জ-দিরাই সড়কের গণিগঞ্জ এলাকায় একটি বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৭ লেগুনা যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। এছাড়া ময়মনসিংহের ভালুকায় এক ও লক্ষীপুরে দুই নারীসহ ৬ ঘণ্টায় সড়কে ঝরল ১৯ প্রাণ। আহত হয়েছেন ২৬ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে, রাঙ্গামাটি শহরের কাপ্তাই হ্রদের ওপর নির্মাণাধীন অবৈধ একটি ভবনের ভীত নির্মাণের সময় মাটিচাপা পড়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এ নিয়ে চার জেলায় নিহতের সংখ্যা দাঁড়ালো ২২। আমাদের সংবাদদাতা পাঠানো তথ্য নিয়ে এ প্রতিবেদন :
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ডের কছে বোয়ালিয়া ব্রীজের উপর গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে কোচ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। নিহতরা সবাই লেগুনার যাত্রী।
এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী, উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, নাদির হোসেন ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুল হামিম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী পাবনা এক্সপ্রেস পরিবহণ(ঢাকা মেট্রো-ব-১৪-৭৮৩৭) বোয়ালিয়া ব্রীজের উপর ওঠা মাত্র উল্লাপাড়া থেকে ছেড়ে আসা হাটিকুমরুলগামী একটি লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তারা জানান লেগুনাটি বেপরোয়াভাবে চলছিল। ব্রীজের উপর অপর একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে । এতে লেগুনার ড্রাইভার সহ ৮ জন নিহত ও ২০ জন আহত হয়।
আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ জন নিহত হয়। নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া গ্রামের ইউনুষ আলীর ছেলে রেজাউল করিম (৩২), কয়ড়া কৃষ্ট পুর গ্রামের রেজাউল করিমের ছেলে ভাদালিয়া দাখিল মাদাসার সহকারী শিক্ষক নুরুল ইসলাম (৪৫), জয়নাল আবেদিনের ছেলে জুলমাত আলী (৪০), সোহরাব আলীর ছেলে ফজলুল হক (৩৫), বজ্রাপুর গ্রামের আব্দুল হামিদের দুই ছেলে শেখ আলী (৫৫) , তারা বাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল বারি (৩৪), চৌকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দূর মান্নান (৫০), চরিয়া উত্তর পাড়া গ্রামের আজাহার আলীর ছেলে আব্দুল গফুর (৪৯) এবং সদর উপজেলার কোনাগাঁতী গ্রামের আব্দুল করিমের ছেলে হাফিজ উদ্দিন (৩২)। দুর্ঘটনার পর বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বোয়ালিয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং প্রায় ১ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
সুনামগঞ্জ : সুনামগঞ্জে দিরাই-মদনপুর সড়কের গনিগঞ্জ এলাকায় বাস লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনা চালকসহ ৭ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৬ টার দিকে এঘটনা ঘটে।
নিহতরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দুর্বকান্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আফজাল হোসেন(১৬) একই গ্রামের ফয়জুল মিয়ার ছেলে মিলন মিয়া, ইসতফা মিয়ার ছেলে সাগর মিয়া(১৫), দিরাই উপজেলার সেচনী গ্রামের ফুল মিয়ার ছেলে ফজল করিম(৩০),শাল্লা উপজেলার নিয়ামতপুর গ্রামের মনিন্দ্র কুমার দাসের ছেলে নিমেশ চন্দ্র দাস(২২), দিরাই উপজেলার সেচনী গ্রামের ফুল মিয়ার ছেলে ফজল করিম(৩০), ব্রা²ণবাড়িয়া জেলার কসবা থানার কুটি গ্রামের ব্যবসায়ী শিপন কুমার দাস(৩৪) ও লেগুলা চালক নোমান মিয়া (২৪)। নোমান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঘাগলী গ্রামের আলী আকবর।
পুলিশ ও স্থানীয়রা জানান, লেগুনাটি সকাল সাড়ে ৬ টার দিকে দিরাই-মদনপুর সড়কের গনিগঞ্জ এলাকায় পৌঁছলে দিরাই থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উল্টে খাদে ও লেগুনাটি ধুমরে মুছরে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬জন ও হাসপাতালে নেয়ার পর আরো ১ একজন নিহত হয়। আহত হয় ৮জন। এরমধ্যে ৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্য ৩ জনকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষীপুরে ট্রাক চাপায় দুই নারীর মৃত্যু
লক্ষীপুর : লক্ষীপুরে ট্রাক চাপায় একটি ব্যাটারি চালিত অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এসময় শিশুসহ আরও ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। গতকাল দুপুরে সদর উপজেলার দালাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, খুশি আক্তার (৩২) ও পূর্ণিমা আক্তার (৩৫)। নিহত খুশি আক্তার উপজেলার গঙ্গাপুর এলাকার শাজাহানের স্ত্রী ও পূর্ণিমা আক্তার একই এলাকার শাহ আলমের স্ত্রী।
ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্যসহ একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত নাজমুল গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের রতন মিয়ার ছেলে।
রাঙ্গামাটি : রাঙ্গামাটি শহরের কাপ্তাই হ্রদের ওপর নির্মাণাধীন অবৈধ একটি ভবনের ভীত নির্মাণের সময় মাটিচাপা পড়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার দুপুরে শহরের রিজার্ভ বাজার সরকারি মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আঙ্গুর আলী (৬৫), সেন্টু মিয়া (৪১) ও ইয়াকুব আলী পাপ্পু (৪০)। তিনজনেরই বাড়ি রাঙ্গামাটি শহরে। অন্যদিকে আহত মো. সাইফুল ইসলাম (৪০) বর্তমানে রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর করিম আকবর জানান, দুপুরে মাটিচাপা পড়ার যে ঘটনা ঘটেছে ওই বাড়ির মালিক কাঁটাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পারভীন আক্তার। পারভীন রাঙ্গামাটি জেলা যুবলীগের নেতা মো. সেলিমের বোন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলা কলেজ এলাকার পারভীন আক্তারের ভবন নির্মাণের জন্য ভীত তৈরির জন্য গর্ত খুঁড়ছিলেন শ্রমিকরা। এসময় নির্মাণ কাজে ১১ জন শ্রমিক নিযুক্ত ছিলেন। তার মধ্যে ৪ জনের ওপর মাটি ধসে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বেঁচে যাওয়া শ্রমিকদের একজন মো. শুক্কুর আলী জানান, আমরা ১১ জন এখানে ভবনের ভীত তৈরি করার জন্য গর্ত খুঁড়ছিলাম, এমন সময় উপর থেকে মাটি আমাদের গায়ের এসে পড়ে। আমরা বিভিন্ন দিকে দৌঁড়ে সরে গেলেও চারজনের ওপর মাটিচাপা পড়ে। তার মধ্যে থেকে তিনজনকে মৃত অবস্থায় এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।