Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীর শত শত গাজাখোরেরা গাজার সন্ধানে পাগল প্রায়

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০১৯, ৮:০০ পিএম

সরিষাবাড়ী পৌর এলাকাসহ উপজেলার ৮টি ইউনিয়নের ২শত ২২টি গ্রামের কয়েক হাজার গাজা সেবীর মাঝে অন্ততঃ শতাধিক গাজাসেবী গাজা খেতে না পেরে প্রাগলের মত ছুটোছুটি করছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গাজাসেবী জানান, পুলিশের অত্যাচারে অনেকেই গাজা ব্যবসা চেড়ে দেয়ায় এখন আর সচরাচর গাজা পাওয়া যাচ্ছেনা। তাই এখন ২০ টাকার পুরি ৫০ টাকা বা তার চেয়েও বেশী দরে কিনতে হচ্ছে। নির্ভরযোগ্য একটি সুত্রে জানা গেছে, এইতো সেদিনও উপজেলার দুই থেকে আড়াইশত পয়েন্টে গাজা পাওয়া যেত। এখন পাওয়া যায় মাত্র ৫০/৬০ টি পয়েন্টে। আর এ পয়েন্ট বলতে বুঝায় গাজা ব্যবসায়ীদের বাড়ী বা কোন একটি ছোট্র দোকান। তারা আরো জানায়, গাজা ব্যবসার পয়েন্ট বন্ধ হওয়ায় পুলিশের চাদাঁবাজিও কমে গেছে। আগে থানা থেকে কোন এক পুলিশ কনষ্টেবুল মাসে মাসে সে সব পয়েন্ট থেকে মাসোহারা তুলতো। এখনো তুলে তবে সেটা আগের তুলনায় নগন্য। এদিকে গত ২মাস আগে জামালপুরের জেলা প্রশাসক জামালপুরকে মাদকমুক্ত ঘোষনা দেন। ঘোষনা দিলেও পর্দার আড়ালে প্রশাসনের চোখকে ফাকি দিয়ে কতিপয় গাজা ব্যবসায়ীরা সে ব্যবসা চালিয়েও যাচ্ছে। কম বিক্রি হলেও লাভ বেশী। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, আমার জানা মতে সরিষাবাড়ীতে কোন গাজা বা মাদক ব্যবসায়ী আছে কিনা আমার জানা নেই। যদি কেউ করেও থাকে তবে খোঁজ পেলে তার বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থাও আছে। মোট কথা পেশাদার মাদক সেবীরা (বিশেষ করে গাজা সেবী) তারা এখন যখন তখন হাতের কাছে ঐ সমস্ত মাদক (গাজা) না পেয়ে তারা এখন পাগল প্রায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামালপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ