Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্টারের দায়িত্ব নিয়ে কোচিংয়ে ফিরলেন কন্তে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০১৯, ১২:০৫ এএম

চেলসির চাকরি হারানোর পর ‘বেকার’ ছিলেন আন্তোনিও কন্তে। ঘোষণা দিয়েছিলেন, সামনের মৌসুমেই ফিরবেন কোচিংয়ে। কথা রাখলেন ইতালিয়ান কোচ। ইন্টার মিলানের দায়িত্ব নিয়ে আবারও কোচিংয়ে ফিরছেন তিনি। গতকালই কন্তেকে কোচ করার খবর নিশ্চিত করেছে ইন্টার। সামনের মৌসুমে তিনি কাজ করবেন বরখাস্ত হওয়া কোচ লুসিয়ানো স্পালেত্তির জায়গায়। সিরি ‘এ’তে মিলানের ক্লাবটিকে চার নম্বরে রেখে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেও চাকরি বাঁচাতে পারেননি স্পালেত্তি।

কন্তে সবশেষ কাজ করেছেন প্রিমিয়ার লিগে। চেলসির দায়িত্বে থাকা দুই বছরে একটি প্রিমিয়ার লিগের সঙ্গে জিতেছেন একটি এফএ কাপ। এরপরও বরখাস্ত হয়ে স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়তে হয় তাকে। এর আগে জুভেন্টাসের কোচ হিসেবে তিন বছরে জিতেছিলেন তিনটি সিরি ‘এ’। ইতালিয়ান এই লিগেই আবার ফিরলেন কন্তে ইন্টারের দায়িত্ব নিয়ে। নতুন অধ্যায় শুরু করতে মুখিয়ে আছেন ইতালি জাতীয় দলের কোচের দায়িত্ব সামলানো কন্তে, ‘জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমি সত্যি মুখিয়ে আছি। ইন্টারকে বেছে নেওয়ার কারণ হলো এই ক্লাবটির ঐতিহ্য। তারা ভীষণ উচ্চাকাক্সক্ষী। এই ক্লাবে কাজ করে তাদের সোনালি দিন ফিরিয়ে আনতে চাই।’

৪৯ বছর বয়সী কোচের জুভেন্টাসের দায়িত্ব নেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। মাসিমিলিয়ানো আলেগ্রি সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় তাকেই ভাবা হচ্ছিল ফেভারিট। তবে ইন্টারকে বেছে নিয়েছেন সফল এই কোচ। খবর অনুযায়ী, ইন্টারের সঙ্গে হওয়া চুক্তিতে প্রথম দ্ইু মৌসুমে ১০ মিলিয়ন ইউরো করে বেতন পাবেন কন্তে। যদিও চুক্তির অন্য বিষয় এখনও জানা যায়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্টার

১৩ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ