Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক বিক্রেতা গ্রেফতার

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৯, ১২:৪৫ এএম

টাঙ্গাইলে প্রায় বিশ লাখ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুুপার সঞ্জিত কুমার রায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেনের নেতৃত্বে থানার পাশে গোলচত্ত¡র এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলস্ বাসটিতে অভিযান পরিচালনা করা হয়। বাসের ভিতরে থাকা মো: আলাউদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার চরআলাটুলী এলাকার মো: সফিকুল ইসলামের ছেলে। এসময় তার কাছ থেকে দুইশত গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় বিশ লাখ টাকা। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ