Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় নুরুর ইফতারে হামলার তদন্ত করবে ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৯, ১০:২৮ এএম

ইফতার অনুষ্ঠানে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বাধা ও বগুড়ায় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা ডাকসুর ভিপি নুরুল হক নুর মারধরের শিকার হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে ছাত্রলীগ। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (২৯ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷ ওই বিজ্ঞপ্তিতে নতুন রাজনৈতিক দলগঠনের অভিপ্রায়ে নুরু বগুড়া গিয়েছিলেন উল্লেখ করে বলা হয়, ডাকসুর ভিপি নুরুল হক নতুন রাজনৈতিক দল গঠনের অভিপ্রায়ে দেশের বিভিন্ন অঞ্চলে সফর করছেন বলে আমরা জানতে পেরেছি।

সফরকালে ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়া শহরে তার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যমে নুরুল হক এই হামলায় ছাত্রলীগের জড়িত থাকার অভিযোগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ডাকসুর ভিপির সঙ্গে সবার সম্মান জড়িত। ছাত্রলীগ কোনও ধরনের নেতিবাচক কাজকে সমর্থন করে না। তাই সেই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হলো।

তদন্ত কমিটির সদস্যরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ফুয়াদ হাসেন শাহাদাত, উপসম্পাদক সুজন শেখ ও উপসম্পাদক শাহাদুল হাসান আল মুরাদ। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। ছাত্রলীগের কোনও নেতাকর্মীর ওই ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তি জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ

২০ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ