Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৎ পিতার হাতে শিশু খুন

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৯, ১২:০৫ এএম

পুঠিয়ায় সৎ পিতা কর্তৃক ৭ বছরের এক শিশুকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। ঘাতক পিতা মোহাম্মদ আলী (৩৫) কে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ।

গতকাল সোমবার রাত ১১ টার সময় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি হলো নাটোর একডালা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিফাত হোসেন। মোহাম্মদ আলী গত সাত মাস আগে রিফাতের মা বুলবুলিকে বিয়ে করে। বুলবুলির প্রথম স্বামীর মোহাম্মদ আলী সন্তান রিফাত।

পুঠিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক মোহাম্মদ আলী শিশুকে হত্যার কথা স্বীকার করে। সে আরো জানায়, তার স্ত্রী বুলবুলি আর কোন সন্তান না নেওয়ায় তার আগে সন্তান রিফাতকে সে হত্যা করে। গতকাল সোমবার রিফাতকে ইফতারি দাওয়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে সন্ধার আগে বের হয়। পরে রাত্রিতে উপজেলার বড় সেনভাগ পুকুরপাড়া নামক স্থানে নিয়ে গিয়ে ধারালো চাকু দিয়ে তাকে জবাই করে হত্যা করে। পরে মোহাম্মদ আলী বাড়ি ফিরে গেলে তার পরিবারের লোকজন রিফাতের কথা জানতে চাইলে সে বিভিন্ন ধরনের অসংলগ্ন কথা বলতে থাকে। সে সময় পরিবারের লোকজন তার কথায় সন্দেহ হলে থানায় খবর দিলে নাটোর থানা পুলিশ তাকে আকট করে জিজ্ঞাসাবাদ করলে শিশু রিফাতকে হত্যার কথা স্বীকার করে। পরে নাটোর থানা পুলিশ পুঠিয়া থানাকে খবর দিলে পুঠিয়া থানা পুলিশ রিফাতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং নাটোর থানা পুলিশ ঘাতক মোহাম্মদ আলীকে পুঠিয়া থানায় হস্থান্তর করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

২৪ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ